স্টার্ক-কামিন্সরা বিশ্রাম চাইলে অবাক হবেন ল্যাঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৬ জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাই একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে অজিদের। শোনা গিয়েছিল, দুই তারকা পেসার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য দলের কোনো ক্রিকেটারকেই বিশ্রামে পাঠাতে রাজি নন। তিনি জানিয়েছেন, কামিন্স-স্টার্করা বিশ্রাম চাইলে অবাক হবেন তিনি। ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ৬ দিন ফাঁকা সময় পাচ্ছে অস্ট্রেলিয়া। এটাকেই কাজে লাগাতে চান অজি কোচ।

‘আমি অবাক হবো যদি ছেলেরা বিশ্রাম চায়। এটা একটি অনেক লম্বা চ্যালেঞ্জ হতে চলেছে। এর কিছুটা শেষ হয়েছে। ম্যানচেস্টারের ম্যাচের আগে (নিউজিল্যান্ডের বিপক্ষে) ৫/৬ দিন ফাঁকা আছে। আমরা এটা ভালোভাবে কাজে লাগাতে পারবো বলে আশা রাখছি। তাই আমি মনে করছি না তাঁরা (কামিন্স-স্টার্করা) বিশ্রাম চাইবে।'
৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে মিচেল স্টার্ক এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। প্যাট কামিন্সও ভালো ছন্দে আছেন। ৫ ম্যাচে ১১ উইকেট শিকার করে সর্বাধিক উইকেট শিকারির তালিকার ৬ নম্বরে আছেন তিনি। যদিও শেষ দুই ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে উইকেট পাননি ডানহাতি এই পেসার।
এই মুহূর্তে দলের কোনো ক্রিকেটারেরই বিশ্রামের প্রয়োজন দেখছেন না অজি কোচ। ইংলিশদের বিপক্ষে ছিলেন না অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, নাথান কল্টার নাইল ও শন মার্শ। দলের প্রয়োজনে তাদেরকেও তৈরি থাকার পরামর্শ দিয়েছেন ল্যাঙ্গার।
‘সবসময় তৈরি থাকতে হবে। সেটা জাম্পা, কল্টার নাইল, কেন রিচার্ডসন বা শন মার্শ হোক কিংবা শেষ ম্যাচে যারা খেলেনি, সবাইকে তৈরি থাকতে হবে।’