promotional_ad

সামনে থেকে নেতৃত্ব দিতে চান মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে নিজেদের শেষ দুটি ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। যেখানে তাঁদের প্রতিপক্ষ ভারত এবং নিউজিল্যান্ড। বাঁচা-মরার ম্যাচ দুটিতে ইংলিশদের সামনে থেকে নেতৃত্ব দিতে চান অধিনায়ক ইয়ন মরগান।


মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হিসেবে ভালো পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। বিশেষ করে দলের ব্যাটসম্যানরা হতাশায় ডুবিয়েছেন অধিনায়ক মরগানকে। তিনি নিজেও ভুল শট খেলে সাজঘরে ফিরেছিলেন।



promotional_ad

টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাসে খানিকটা হলেও প্রভাব ফেলেছে দলের। তবে এমন অবস্থাতাতেও সেমি ফাইনালের ব্যাপারে আশাবাদী ১৯৯২ সালের বিশ্বকাপ রানার্স আপরা। 


মরগান বলেন, 'আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি, দলের ব্যাটসম্যানরা সেরাটা দিতে পারেনি, প্রতিপক্ষের বোলারদের উপর চাপ তৈরি বা বড় কোন জুটি গড়তে ব্যর্থ হয়েছি আমরা। 


তবে এখনও সব কিছু আমাদের হাতের নাগালে আছে। আমাদেরকে নিজেদের সেরা খেলাটা দিতে হবে। পরবর্তী দুটি ম্যাচই আমাদের জন্য বাঁচা মরার ম্যাচ। সামনে থেকে নেতৃত্ব দিতে চাই দলকে।'



রবিবার ৩০শে জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে হেরে গেলে তাঁদের জন্য সেমিফাইনাল খেলাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে মরগানবাহিনী। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball