এক রানে চোখ বাংলাদেশের

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটসম্যানদের এক রান বা দুই রান নেওয়ার দিকেই জোর দিচ্ছে বাংলাদেশ। সাউদাম্পটনের উইকেট মাঠের একদম মাঝখানে হওয়ায় দুইপাশের বাউন্ডারি বেশ প্রশস্ত। এ কারণে বাউন্ডারিতে কম জোর দিয়ে এক রান, দুই রানে বেশি নজর দিয়ে রানের চাকা সচল রাখায় চোখ বাংলাদেশের বলে জানিয়েছেন হেড কোচ স্টিভ রোডস।
এমনিতেই এক রান বা দুই রান নেওয়াতে সমস্যা আছে বাংলাদেশের। শুরুর দিক থেকে ডট বল বেশি খেলে ফেলেন ক্রিকেটাররা, এতে করে বাউন্ডারিতেই রান বাড়াতে হয় ব্যাটসম্যানদের।

গত শনিবার (২২ জুন) এই উইকেটে ভারত-আফগানিস্তানের ম্যাচে দুই দল মিলে চার হাকিয়েছে মোট ৩০ টি। কম রানের ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছে একটি করে।
যেখানে বিশ্বকাপের অন্যান্য ম্যাচে চার-ছক্কার আলোড়ন দেখা যায় সেখানে সাউদাম্পটনের উইকেটে তুলনামূলক কম বাউন্ডারি নজরে এসেছে রোডসের।
'আমরা যখন অনুশীলন করছিলাম তখন তার ফাঁকে ফাঁকে আমি খেলাটি দেখেছি। উইকেট কিছুটা মন্থর ছিল, টার্ন করছিল। উইকেটটি মাঠের ঠিক মাঝখানে। তাই চারপাশে বাউন্ডারি অনেক বড়। তাই আমরা ১৯৮০-৯০ সালের ক্রিকেটে ফিরে যেতে চাই।
যখন মাঠ অনেক বড় ছিল। ভারতের বিপক্ষে ম্যাচে ছক্কা-চারের পরিমাণ কম ছিল। আমাদের সিঙ্গেলস বের করে নিতে হবে। দুই রানকে তিন রান করা যায় কিনা দেখতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।'