সাউদাম্পটনের উইকেটে এগিয়ে থাকবে বাংলাদেশ
ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউদাম্পটনের উইকেটের সঙ্গে মিল আছে বাংলাদেশের উইকেটের। এই উইকেটে স্পিনার ও পেসাররা একইসাথে সুবিধা পেয়ে থাকে। এ কারণে এমন উইকেটে এগিয়ে থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের বলে মনে করছেন হেড কোচ স্টিভ রোডস।
গত শনিবার (২২ জুন) সাউদাম্পটনে ভারত-আফগানিস্তানের ম্যাচে উইকেট সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। সেই ম্যাচে মন্থর উইকেটে ২২৪ রানে থেমেছিল ভারতের ইনিংস।

জবাবে আফগানিস্তান ২১৩ রানেই অলআউট হয়ে গিয়েছিল। এমন উইকেটে সাধারণত ঘরের মাটিতে খেলে অভ্যস্ত বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কোচ স্টিভ রোডস উইকেটের ব্যাপারে কথা বলেছেন।
'আমি পুরোপুরি নিশ্চিত নই আসলে। তবে উইকেটে কিছুটা টার্ন আছে। বাংলাদেশের এমন কিছু উইকেট দেখেছি। এটা আমাদের জন্যে ভালো। এটা সবুজ উইকেট নয়, আবার ফ্লাইং উইকেটও নয়। বলতে পারেন এটা আমাদের জন্য ভালো রকমের সুবিধা।'
আফগান ভারতের ম্যাচে সাত উইকেট শিকার করেছিল স্পিনাররা। বাকি ১১ উইকেট দখল করেছিলেন পেসাররা। স্পিন-পেসের এমন উইকেটে ঘরের মাটিতে অসংখ্য ম্যাচ খেলেছে বাংলাদেশ।
ঘরের মাটিতে এমন উইকেটে বেশি খেলার কারণে সাউদাম্পটনে অভিজ্ঞতার বিবেচনায় আফগানদের থেকে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।