promotional_ad

পয়েন্ট টেবিলে নিরাপদ নয় ইংল্যান্ডঃ বেলিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল যাত্রায় কিছুটা পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড। পয়েন্ট তালিকায় যে নিরাপদ নয় তা এবার স্বীকার করে নিলেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস।


আগামী তিন ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই তিনটি দলের সঙ্গে কখনোই জিতেনি ইংলিশরা। 



promotional_ad

এদিকে ইংল্যান্ড যদি তাঁদের পরের তিনটি ম্যাচে অন্তত দুইটিতে হারে এবং পয়েন্ট তালিকার নিচের দিকের দল শ্রীলঙ্কা, বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার মতো দল যদি নিজেদের সবগুলো ম্যাচ জিতে যায় তাহলে শেষ চারে জায়গা হারাতে হতে পারে ইংল্যান্ডকে।


বিষয়টি বুঝতে পেরে বেলিস জানান, 'আপনি যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত পয়েন্ট পাচ্ছেন ততক্ষণ আপনি নিরাপদ নন। যে কেউ আপনাকে টপকে যেতে পারে। আমরা শেষ ম্যাচে ভালো খেলিনি।


আমরা আগেও হেরেছি, তার মানে এই নয় যে হারার পরের ম্যাচেও আমরা খারাপ খেলব। আমরা ফিরতে চাই এবং ভালো একটি ম্যাচ খেলতে চাই। আমরা জানি আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।'



ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ইংল্যান্ড। সমান ম্যাচে দুটি করে জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ এবং ছয় নম্বরে যথাক্রমে শ্রীলংকা এবং বাংলাদেশ। 


একটি করে জয় নিয়ে নেট রান রেট ব্যবধানে পয়েন্ট তালিকায় সপ্তম, অষ্টম এবং নবম স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। যাদের নেট রান রেট যথাক্রমে ০.১৯, -০.১৯৩ এবং -১.৯৩৩।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball