promotional_ad

বিশ্বকাপ ইতিহাসে নবম শামি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শনিবার বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিককারী নবম বোলার হিসেবে নাম লিখিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এমন কৃতিত্ব গড়েছেন তিনি।


আফগানদের বিপক্ষে নিজের শেষ ওভারে এসে মোহাম্মদ নবি, আফতাব আলম এবং মুজিব উর রহমানকে ফিরিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ে হ্যাটট্রিকসহ তাঁর শিকার চারটি উইকেট। এটি বিশ্বকাপ ইতিহাসের দশম হ্যাট্রিক।


বিশ্বকাপে সর্বপ্রথম হ্যাট্রিক করেন ভারতীয় পেসার চেতন শর্মা (১৯৮৭ সাল)। এরপর ১৯৯৯ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করেন সাবেক পাকিস্তানি অফস্পিনার সাকলাইন মুশতাক।



promotional_ad

এরপর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে হ্যাট্রিক করেছিলেন লঙ্কান পেসার চামিন্দা ভাস। সেই বিশ্বকাপে আরেকটি হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি।


২০০৭ সালের বিশ্বকাপে ইতিহাস গড়েন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে হ্যাটট্রিকসহ চার বলে চার উইকেট নিয়েছেন তিনি।


তারপর ২০১১ সালের বিশ্বকাপেও হ্যাটট্রিক করেন মালিঙ্গা। বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যার দুটো হ্যাটট্রিক আছে এবং যিনি চার বলে চার উইকেট শিকার করার কৃতিত্ব দেখিয়েছেন।


উপমহাদেশে অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে আরেকটি হ্যাটট্রিক করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কিমার রোচ। ২০১৫ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ইংলিশ পেসার স্টিভেন ফিন এবং দক্ষিণ আফ্রিকার স্পিন অলরাউন্ডার জিন পল ডুমিনি। 



এরপর এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন শামি। বিশ্বকাপের ইতিহাসে নয় নম্বর বোলার হিসেবে দশ নম্বর হ্যাট্রিকটি পূরণ করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball