promotional_ad

রহস্যের জন্ম দেয়া সাইফউদ্দিনেই আস্থা বাংলাদেশের

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান করেও ম্যাচ হার। এ নিয়ে আক্ষেপ-আহাজারি ছিল বাংলাদেশ শিবিরে। যদিও সেই আহাজারি পরদিন থাকেনি। তোড়জোড় শুরু হয়ে যায় অন্য একটা ইুস্যতে। এমন তোড়জোড় যে, সাউদাম্পটনে পৌঁছেই মিটিংয়ে বসে যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দলের বিশ্বস্ত একটি সূত্র এমনই জানিয়েছে। 


একটাই ইস্যু, মোহাম্মদ সাইফউদ্দিন নাকি তাঁর জায়গায় অন্য কেউ? মিটিংয়ে এ নিয়ে বিস্তর আলোচনায় সময় ব্যয় করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, প্রধান কোচ স্টিভ রোডসসহ টিম ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট অন্যান্যরা। যদিও এই তোড়জোড়ে বিশেষ ফল আসেনি। ডানহাতি এই পেসারের ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ। তবে তাঁর জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে বলে টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে।


সিদ্ধান্তে না আসার পেছনে ভূমিকা রাখছে সাইফউদ্দিনের ইনজুরি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। তরুণ এই অলরাউন্ডার সত্যিকার অর্থেই পিঠের চোটে ভুগছেন কিনা, এই ধোঁয়াশা কিছুটা পরিষ্কার হলেও ফিজিও থিহান চন্দ্রমোহনের কাছ থেকে এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।


সাইফউদ্দিনের চোট নিয়ে মিনহাজুল আবেদীন ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, ‘ফিজিওর টেবিলে আমি সাইফউদ্দিনকে শুয়ে থাকতে দেখেছি। সে ফিজিওর সঙ্গে কাজ করছে। আমরা ফিজিও রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’


promotional_ad

‘তার চোট ততোটা গুরুতর নয়। লম্বা সময় ধরে খেলার অভ্যস্ততা না থাকায় এমন হতে পারে। তাকে দলের সঙ্গে না পেলে আমরা তাসকিন আহমেদ ও ফরহাদ রেজার মধ্য থেকে কাউকে বেছে নেব।’ বলেন প্রধান নির্বাচক।


ফিজিওর প্রতিক্ষিত রিপোর্টটি অন্যান্য সময়ের চেয়ে একটু বেশিই গুরুত্ব বহন করছে। কারণ, সাইফউদ্দিনকে নিয়ে ‘অবিশ্বাসের’ যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা একপ্রকার ভাবিয়েই তুলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলতেই পিঠ ব্যথার অজুহাত দিয়েছেন সাইফউদ্দিন, এমন কথা টিম ম্যানেজমেন্ট থেকেই ছড়িয়েছে।


বিশ্বকাপের মাঝপথেও ইংল্যান্ড যেতে পারেন তাসকিন, এমন একটা গুঞ্জন আগে থেকেই ছিল। সাইফউদ্দিনের চোটের খবরে সেটা আরও চাওড় হয়। যদিও দলের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাঁর জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। এ ছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত ডেথ ওভারগুলোয় ভালো করায় সাইফউদ্দিনের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবতে চান না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


মিটিংয়ে অংশ নেয়া বিশ্বস্ত সূত্রটি নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, ডেথ ওভারের জন্য সাইফউদ্দিনকে সেরা মনে করেন মাশরাফি। বিশ্বকাপের গত কয়েক ম্যাচে সেটার প্রমাণও দিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন সাইফউদ্দিন। এই ব্যাপারটি মিটিংয়ে উল্লেখ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।


সাইফউদ্দিনের চোট পিঠে নাকি কাঁধে, সেটা নিয়ে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বরং ব্যাপারটি আরো রহস্যজনক করে তুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছিলেন, এই মুহূর্তে সাইফউদ্দিনের ব্যাপারে বড় কোনো ইনজুরির ইস্যু নেই। পরদিনই আকরাম খান জানান, কাঁধের চোটের কারণে পরের ম্যাচে নাও থাকতে পারেন সাইফউদ্দিন।


অথচ কাঁধের চোট নয়, পিঠের ব্যথার কথা বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। মূলত এই পিঠের ব্যথা নিয়েই যত আলোচনা। ত্রিদেশীয় সিরিজে পিঠে চোট পাওয়ার পরও মাঠে কোনো চিকিৎসা নিতে দেখা যায়নি সাইফউদ্দিনকে। এমনকি কাউকেই চোটের কথা জানাননি তিনি।


টিম ম্যানেজমেন্ট দল গঠন করতে গিয়ে জানতে পারে, পিঠে চোট আছে সাইফউদ্দিনের। যে কারণে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচ খেলেননি এই অলরাউন্ডার। যদিও দুদিন পরই ম্যাচ খেলতে মাঠে নেমে যান তিনি। যেটা ওই সময়ই সবাইকে অবাক করেছিল। সন্দেহের শুরুটাও তখনই। ওই পুরনো ব্যথাই অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন করে চাড়া দিলে সাইফউদ্দিনের চোট নিয়ে তৈরি হয় রহস্য। যা এখনও রহস্যই রয়ে গেছে।


এই রহস্যের জটলা হয়তো খুলে যাবে। তবে এসব নিয়ে না ভেবে টুর্নামেন্টের শেষটা কীভাবে ভালো করা যায়, সেদিকে নজর দিতে চায় বাংলাদেশ। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, বানানো চোটের যে অভিযোগ সাইফউদ্দিনের বিরুদ্ধে উঠেছে, সেটা থেকে মুক্ত হতে অনেক বেগ পোহাতে হবে বাংলাদেশ অলরাউন্ডারকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball