ব্র্যাম্পটন ওলভসে সাকিবের সঙ্গী আফ্রিদি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্র্যাম্পটন ওলভসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গী হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এ ছাড়াও ব্র্যাম্পটন ওলভসে সাকিবের সঙ্গী হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি এবং নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরো।

ব্র্যাম্পটন ওলভসে সাকিবের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন ওয়াহাব রিয়াজ, লেন্ডল সিমন্স ও আন্দ্রে ফ্লেচারের মতো তারকা ক্রিকেটাররা।
দলটির কোচের দায়িত্ব পালন করবেন ফিল সিমন্স। শুক্রবারের ড্রাফটে ১৭ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ব্র্যাম্পটন ওলভস স্কোয়াডঃ- সাকিব আল হাসান, ড্যারেন স্যামি, কলিন মুনরো, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, বাবর হায়াত, জর্জ মুন্সি, রোহান মুস্তফা, জাহুর খান, তিমিল প্যাটেল, নিতিশ কুমার, আব্রাশ খান, আরমান কাপুর, ফয়সাল জামকান্দি ও নওয়াব সিং।