বাংলাদেশের সেমিফাইনাল না খেলা হবে দুর্ভাগ্যজনকঃ শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল না খেললে সেটা দুর্ভাগ্যজনক হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। এবারের বিশ্বকাপে মাশরাফিবাহিনীর দলীয় পারফর্মেন্সে মুগ্ধ সাবেক এই গতি তারকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে দলটি। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেঞ্চুরি হাঁকিয়ে দলের মান উঁচু করেছেন।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ওভার হাতে রেখে ৩২২ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই ম্যাচেও সেঞ্চুরি করেন সাকিব। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বীরের মতো লড়াই করেছে টাইগাররা।
বিশ্ব মঞ্চে বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে শোয়েব বলেন, 'দল হিসেবে তারা দুর্দান্ত খেলছে। তারা যেভাবে খেলে আসছে, এভাবে খেলে যদি শেষ চারে না যেতে পারে তাহলে এটা সত্যিই দুর্ভাগ্যজনক হবে।'
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৩৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ, স্কোরবোর্ডে তুলেছে ৮ উইকেটে ৩৩৩ রান।
সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের পারফর্মেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। তাই তো শোয়েবের চোখে এমন পারফর্ম করে সেমিফাইনালের টিকিট না পাওয়াটা দুর্ভাগ্যজনক।