তারকা থেকে মহা তারকা সাকিবঃ ফ্লেমিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তারকা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবারের বিশ্বকাপে মহাতারকা হয়ে গিয়েছেন তিনি- এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ড্যামিয়েন ফ্লেমিং।
ব্যাট হাতে তিন নম্বরে সাকিবের সাম্প্রতিক পারফর্মেন্স তাঁকে তারকা থেকে মহাতারকায় পরিণত করেছে বলে মনে করছেন অজিদের হয়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার।
'সাকিব আল হাসান ১০ বছর ধরে তারকা ক্রিকেটার ছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি মহাতারকায় পরিণত হয়েছে। তাকে তিন নম্বরে ব্যাট করতে দারুণ দেখায়।' বলেছেন ফ্লেমিং।
ব্যাট হাতে অসাধারণ ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আসরের প্রথম পাঁচ ম্যাচে তাঁর নামের পাশে যোগ হয়েছে যথাক্রমে ৭৫, ৬৪, ১২১, ১২৪* এবং ৪১ রানের ইনিংসগুলো।
পাঁচ ম্যাচে তাঁর রান ৪২৫। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
