হারের কারণ নয় ইনজুরিঃ মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশের দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তবে হারের পেছনে দলের নির্ভরযোগ্য এই দুই ক্রিকেটারের ইনজুরিকে কারণ মনে করছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।
তাঁর মতে, মাঠের মধ্যে দ্রুত সিদ্ধান্ত না নিতে পারার কারণেই অজিদের বিপক্ষে এই হার। ফিঞ্চ-ওয়ার্নারদের বিপক্ষে বাংলাদেশ স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি বলেও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

'ইনজুরি নিয়ে আমাদের বড় ভাবনা নেই। যারা ইনজুরিতে ছিল তারা তো এই ম্যাচে বাইরেই ছিল। মোসাদ্দেক, সাইফউদ্দিন- ওদের সমস্যা ছিল, ওরা খেলতে পারেনি। বাকি যারা খেলেছে তাঁরা ঠিক আছে। আমার কাছে মনে হয় অনেকে টেন্সড থাকে, ওই চাপটা আমরা ধরে রাখতে পারি না সবসময়। অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যেখানে আমরা ভুল করি। ওখানে যদি আপনি দেখেন ওদের ইনিংস কিরকম, তো এইসব জায়গায় আমরা অনেক সময় নার্ভ ধরে রাখতে পারিনা।'
চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার সাইফউদ্দিন। ৪ ম্যাচ খেলে তাঁর দখলে রয়েছে ৯টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিঠের চোটে পড়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
ম্যাচের মধ্যে তাকে পর্যবেক্ষণ করার সুযোগ পাননি বাংলাদেশের ফিজিও। এই অলরাউন্ডার দ্রুত ঠিক হয়ে যাবেন বলেই বিশ্বাস মাশরাফির। এই পেসারের শূন্যতা অনুভব করলেও মাশরাফি মনে করেন আগামী ম্যাচেই মাঠে ফিরবেন তিনি।
'ম্যাচের ভেতরে ফিজিও তাঁকে দেখার সুযোগ পায়নি। আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অবশ্যই সে প্রতি ম্যাচে উইকেট নিচ্ছে, অনেক কঠিন সময়ে বল করে ব্রেক থ্রু এনে দিচ্ছে, বা দ্রুত ব্রেক থ্রু দিচ্ছে। তো যেকোনো ইনফর্ম ক্রিকেটারকে দল অবশ্যই মিস করতে পারে। ওকে তো মিস করেছি অবশ্যই, আশা করি পরের ম্যাচ থেকে সে খেলতে পারবে।'