ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, পরামর্শ বিশপের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বোলিং বিভাগের মূল শক্তি দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ড বিশ্বকাপে দলের জন্য বল হাতে একাই লড়ে যাচ্ছেন তারা দুইজন। তাদেরকে সহায়তা করতে আরও দুই-একজন প্রতিভাবান বোলারের খোঁজ করুক বাংলাদেশ, চাইছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ। এর জন্য ভারতীয়দের মডেল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামিদের আগমনে ভারতের বোলিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী হয়েছে। আরও সামর্থ্যবান বোলার রয়েছে ভারতীয়দের পাইপ লাইনে। কিন্তু পূর্বে দুই-একজন বাদে তেমন কোন কার্যকরী পেসার ছিল না ভারতীয় দলে।

কোন পরিকল্পনা কিংবা মডেল অনুসরণ করে ভারত এত প্রতিভাবান ক্রিকেটার বানাচ্ছে, তা জানতে চান বিশপ। বাংলাদেশকে ভারতের পথ অনুসরণ করার এক প্রকার উপদেশ দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্স দেখে মুগ্ধ হয়েছেন বিশপ। শুধু বোলিং বিভাগে কিছু ঘাটতি টের পেয়েছেন তিনি।
বিশপ বলেছেন, 'আমি বাংলাদেশের গত কয়েক বছরের লড়াই খুব উপভোগ করছি। যদি তারা ফিজ (মুস্তাফিজ) এবং সাইফউদ্দিনকে সাহায্য করার জন্য নতুন কয়েকজন প্রতিভাবান বোলার তৈরি করে তাহলে দলটি অসাধারণ হবে। এমন করার মডেলটা কি, যেটা ভারত পেয়েছে?'
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় সেরা দশে রয়েছেন সাইফউদ্দিন এবং মুস্তাফিজ। চার ম্যাচ খেলা সাইফউদ্দিন নয় উইকেট নিয়ে তালিকায় অষ্টম স্থানে আছেন। পাঁচ ম্যাচ খেলে আট উইকেট নিয়ে দশম অবস্থানে মুস্তাফিজ।
এই দুইজনের মতো আরও কয়েকজন বোলার থাকলে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যেত বাংলাদেশের। বিশ্ব ক্রিকেট শাসন করার সামর্থ্য থাকতো দলটির বলে মনে করেন বিশপ।