promotional_ad

৩৮ ওভারের পর অনেক ক্ষতি হয়েছেঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শেষ ১২ ওভারে অস্ট্রেলিয়া ১৫১ রান তুলেছে। ম্যাচ থেকে তখনই অনেকখানি পিছিয়ে পড়ে বাংলাদেশ। নটিংহ্যামে ম্যাচ হারের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও স্বীকার করে নিলেন।


ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমার কাছে মনে হয়েছে ৩৮ ওভার পর্যন্ত যা হয়েছে ঠিকই হয়েছে। এরপরে অনেক ক্ষতি হয়েছে আমাদের।' 

৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেটে ২৩০। ডেভিড ওয়ার্নার-উসমান খাওয়াজার ১৯২ রানের জুটি ভেঙেছে ৪৫তম ওভারে। এরপর ১০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে ফিরেছেন ম্যাক্সওয়েল।

সব মিলিয়ে ৩৮১ রানের বড় পুঁজি পায় অজিরা। এতো বড় সংগ্রহ বিশ্বকাপের মঞ্চে তাড়া করে জিততে পারেনি কোনো দলই। 



promotional_ad

বাজে ডেথ বোলিংয়ে মানসিকভাবে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ডেথ বোলিংয়ে এদিন আশার আলো ছিলেন সৌম্য সরকার। শেষ ১৩ ওভারে দুটি উইকেটসহ পুরো ম্যাচে তিনি নিয়েছেন তিনটি উইকেট। ডানহাতি অফ স্পিনার মোসাদ্দেক হোসেন একাদশে থাকলেও ক্ষতি কিছুটা কম হতো বলে মনে করছেন মাশরাফি।   

'ওদের যখন দুইজন বাঁহাতি ব্যাটিং করছিল, সাকিবকে তখন সেভাবে পরিকল্পনা করে খেলছিল। তো এখানে মোসাদ্দেক থাকলে আমার মনে হয় সুন্দরভাবে বল করত। মোসাদ্দেক থাকলে, মানে দুইটা অফ স্পিনার থাকলে ক্ষতি একটু কম হতো। তারপরেও সৌম্য ওখানে ভালো করেছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball