ইংল্যান্ডের উইকেট বাংলাদেশে চান না তামিম

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ডের বেশিরভাগ উইকেট ব্যাটিং সহায়ক। ব্যাটসম্যানরা সহজেই যেমন বিশাল রান সংগ্রহ করতে পারে আবার সহজে তা তাড়াও করা সম্ভব। কিন্তু বাংলাদেশে এমন উইকেট চান না তামিম ইকবাল। ঘরের মাঠের সুবিধা নিয়ে ম্যাচ জিততে চান বাঁহাতি এই ওপেনার।
এখন পর্যন্ত ১৬৯টা ওয়ানডে ম্যাচ ঘরের মাঠে খেলেছে বাংলাদেশ। যেখানে ৭২টি ম্যাচ জিতেছে তারা। কিন্তু বাইরের মাঠে খেলা ১২১ ওয়ানডের মধ্যে মাত্র ২৮টিতে জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানই বলছে অন্যান্য দলের মতো ঘরের মাঠে বেশি সফল টাইগাররাও।

এর প্রধান কারণ উইকেট। মন্থর এবং স্লো উইকেটে বাংলাদেশি স্পিনারদের খেলতে প্রতিপক্ষের কষ্ট হচ্ছে প্রতিনিয়ত। আর এই স্পিনাররাই বাংলাদেশ দলের বড় শক্তি, যা বেশি কার্যকরী বাংলাদেশের উইকেটে। শুধু তাই নয়, পেসাররাও উইকেটের সুবিধা নিয়ে বোলিংয়ে বৈচিত্র্য এনে সফল হচ্ছেন। তাই ঘরের মাঠে এমন উইকেটই চান তামিম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলা তামিম ম্যাচ শেষে বলেন, 'না, চাইব না। কারণ ওই সুবিধাটা আমরা পাই দেশে। ওই সুবিধার কারণে আমরা ম্যাচ জিতি। সত্যি কথা বলতে আমি ব্যাটসম্যান হিসেবে বলতে পারি এমন উইকেটে যদি খেলা হয় খুব ভালো হবে। কিন্তু আমরা ঘরের মাঠে যে সুবিধা পাই বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে, এটা কী কারণে ছাড়ব?'
৩০০ কিংবা ৩৫০ রান স্কোরকার্ডে থাকলেও ইংল্যান্ডের উইকেটে এটা কতটা নিরাপদ, তা বলা কঠিন। কিন্তু বাংলাদেশের মাটিতে ৩০০ রানের বেশি মানেই জয় অনেকটা নিশ্চিত। কারণ উপমহাদেশেরর উইকেট মন্থর এবং স্পিন সহায়ক হয়ে থাকে। যেখানে বাইরের দেশগুলো রান তোলার দিক থেকে পিছিয়ে থাকে।