দিনের সেরাঃ ডেভিড ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর ১৪৭ বলে ১৬৬ রানের ইনিংসের কল্যাণেই ৩৮১ রানের সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া।

এদিন অপ্রতিরোধ্য ছিলেন ওয়ার্নার। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি টিকেছে ১২১ রান পর্যন্ত। এরপর তিনে নামা উসমান খাওয়াজার সঙ্গে ১৯২ রানের জুটি গড়েছেন ওয়ার্নার।
তাঁর সঙ্গে সমান তালে ব্যাট চালিয়েছেন ফিঞ্চ (৫৩) এবং খাওয়াজা (৮৯)। এরপর ম্যাক্সওয়েলের ১০ বলে ৩২ রানের ক্যামিওতে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে তাঁরা।
ব্যাটে হাতে দুর্দান্ত পারফর্মেন্সের পর ফিল্ডিংয়েও দারুণ করেছেন ওয়ার্নার। সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের ক্যাচ লুফে নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লক্ষ্যে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে (১০২) আট উইকেটে ৩৩৩ রানে থেমেছে দলটি, তবে ম্যাচের নায়ক হয়ে থাকলেই সেই ওয়ার্নারই।