উইকেট তোমাকে মিস করবে, ধাওয়ানকে নরেন্দ্র মোদি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির যেকোনো আসরে ভালো খেলার সুনাম আছে শিখর ধাওয়ানের। কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। এবারের আসরেও ফর্মে ছিলেন ধাওয়ান । তাই তাঁকে মিস করবে উইকেট, টুইটারে এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে মোদি লিখেছেন, 'প্রিয় ধাওয়ান, কোনো সন্দেহ নেই যে উইকেট তোমাকে মিস করতে যাচ্ছে। আমি আশা করব তুমি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে এবং দলের জয়ে আরও অবদান রাখবে।'
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের বলে আঙুলে চোট পেয়েছিলেন ধাওয়ান। শেষ পর্যন্ত সেই চোটই তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলো। অবশ্য চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
ধাওয়ানের পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত। ধাওয়ান চোট পাওয়ার পরই পান্তকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যায় ভারত।
এদিকে ধাওয়ানের বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামছেন লোকেশ রাহুল। পান্ত যোগ দেওয়ায় মিডল অর্ডারে দলের ব্যাটিং শক্তি বৃদ্ধি পেয়েছে।