অনন্য রেকর্ড গড়া হলো না সাকিবের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচেই পঞ্চাশের বেশি রান করার সুযোগ ছিল তাঁর। কিন্তু অল্পের জন্য বিশ্বরেকর্ডটি হাতছাড়া করেছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।

অজিদের বিপক্ষে চলমান ম্যাচে ৪১ রান করে মার্কাস স্টইনিসের শিকার হয়ে ফিরেছেন তিনি। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।
বাঁহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে করেছিলেন ৬৪ রান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির (১২১) দেখা পেয়েছেন তিনি। মাঝে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়।
তারপর উইন্ডিজের বিপক্ষেও সেঞ্চুরি করে (১২৪*) দল জেতান সাকিব। এদিন অবশ্য একটি রেকর্ড গড়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানের ইনিংসটির সাহায্যে এবারের বিশ্বকাপে চারশ রান পূর্ণ করেছেন তিনি। পাঁচ ম্যাচে তাঁর মোট রান ৪২৫।
সাকিবই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যেকোনো আসরে চারশ'র বেশি রান করেছেন। বাঁহাতি এই অলরাউন্ডার ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান কোনো আসরে চারশ রান করতে পারেনি।