দ্বিতীয় ইনিংসেও রান বন্যার ভবিষ্যদ্বাণী ওয়ার্নারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছে পাঁচ উইকেটে ৩৮১ রান। দ্বিতীয় ইনিংসেও বড় রানের আশংকা করছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
ম্যাচে ১৪ টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১৪৭ বলে ১৬৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন ওয়ার্নার। দলের বোলারদের বড় সংগ্রহ ডিফেন্ড করার জন্যই চেষ্টা করেছেন তিনি, জানিয়েছেন ইনিংস বিরতিতে।

ওয়ার্নার বলেন, 'আমি ফিঞ্চের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলাম। উসমানের সঙ্গেও। আপনি যখন এতো বড় ইনিংস খেলবেন তখন কিছুটা হলেও অবসাদগ্রস্ত হবেন।
আমি শুধু চেষ্টায় ছিলাম আমাদের ফাস্ট বোলারদের কিভাবে বেশি রান ডিফেন্ড করতে দেওয়া যায় তা নিয়ে। যারা কম গতিতে বল করবে তাঁরা এই উইকেটে বিশেষ কিছু পাবে না। ম্যাচ জিততে হলে আমাদের বেশি রান করা জরুরি ছিল।'
অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওয়ার্নারের উদ্বোধনী জুটি টিকেছে ১২১ রানের। এরপর উসমান খাওয়াজার সঙ্গে ১৯২ রানের জুটি গড়েছেন ওয়ার্নার।