সৌম্য-সুন্দরে থামল না রান বন্যা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে বাজে দিন গিয়েছে বাংলাদেশের। কেবল সৌম্য সরকারই আলো ছড়িয়েছেন এদিন। তুলে নিয়েছেন অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে।
বিধ্বংসী ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নারতো সেঞ্চুরিই করলেন। অধিনায়ক অ্যারন ফিঞ্চও করেছেন হাফ সেঞ্চুরি। এই দুজনকেই রুবেল হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন সৌম্য।

নিজের প্রথম ওভারেই ফিঞ্চকে ৫২ রানে বিদায় করেন সৌম্য। এরপর ব্যক্তিগত ১৬৬ রানে সৌম্যকে উড়িয়ে মারতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে রুবেলের হাতে ধরা পড়ে আউট হন ওয়ার্নার।
এরপর দলীয় ৪৭তম ওভারে ৮৯ রান করা উসমান খাওয়াজাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে আউট করেন সৌম্য।
দলের বোলারদের ওপরে যেদিন চড়াও হয়েছিলেন অজি পেসাররা, সেদিনই আশার আলো দেখিয়েছে বল হাতে সৌম্যের পারফর্মেন্স। কন্ডিশন অনুযায়ী পেস বোলিংয়ের বাড়তি অপশন হতে পারেন সৌম্য- প্রমাণ করলেন তিনি।
যদিও বল হাতে সৌম্যের এমন পারফর্মেন্সের দিনে অজিদের রান বন্যা থেমে থাকেনি। নির্ধারিত ৫০ ওভারে ৩৮১ রানের পাহাড় গড়েছে তাঁরা।