ভারতের সঙ্গে হারের পর মহসিনের পদত্যাগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওল্ড ট্র্যাফোডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারার চার দিন পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কমিটি থেকে বিদায় নিয়েছেন মহসিন খান।
শেষ তিন বছরে বোর্ডের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার এই বোর্ড পরিচালকের প্রস্থানের খবরটি নিশ্চিত করেছে পিসিবি।

পাকিস্তানি মিডিয়ার দাবী, পাকিস্তানের হয়ে ৪৮ টেস্ট খেলা মহসিন বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফর্মেন্সে ক্রুদ্ধ হয়েই বিদায় নিয়েছেন। তাঁর জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিম খানকে।
বিদায় বেলা পিসিবি চেয়ারম্যান এহসান মনির প্রতি কৃতজ্ঞতা জানান মহসিন, 'পিসিবির ক্রিকেট কমিটিতে আমাকে রাখার জন্য চেয়ারম্যান এহসান মনির প্রতি আমি কৃতজ্ঞ।'
মহসিনকে শুভকামনা জানিয়ে চেয়ারম্যান মনি জানান, 'মহসিনের মতো যোগ্য লোককে বিদায় দেওয়া খুব কঠিন। তবে আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাচ্ছি।'