ওয়ার্নারকে জীবন দিলেন সাব্বির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে চলমান এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ক্যাচ ছাড়লেন সাব্বিরঃ

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুর দুই ওভারে বাংলাদেশের বোলারদের বিপক্ষে একটু সতর্ক হয়ে খেলেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। তৃতীয় ওভার থেকে খানিকটা হাত খুলে খেললেও ষষ্ঠ ওভারে বাংলাদেশকে বড় সুযোগ দিয়েছিলেন ওয়ার্নার।
মুস্তাফিজুর রহমানকে ব্যাকওয়ার্ড পয়েন্টকে খেলতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন সাব্বির রহমান।
সংক্ষিপ্ত স্কোরঃ ৩১/০ (৬ ওভার)