promotional_ad

বিধ্বংসী মরগানে পাহাড়সম সংগ্রহ ইংল্যান্ডের

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অধিনায়ক ইয়ন মরগানের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ৩৯৭ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে ইংল্যান্ড। এদিন হাফ সেঞ্চুরি এসেছে ওপেনার জনি বেয়ারস্টো এবং জো রুটের ব্যাট থেকে।


হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলে নেই নিয়মিত ওপেনার জেসন রয়। তাঁর জায়গায় সুযোগ পেয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি জেমস ভিন্স। ২৬ রানেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।


ভিন্স না পারলেও অপরপ্রান্তে দুর্দান্ত খেলছিলেন বেয়ারস্টো। তিনে নামা রুটের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ৯০ রান। ডানহাতি এই ওপেনরারের ৯৯ বলের ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কার মার।



promotional_ad

বেয়ারস্টো ফিরলে তাণ্ডব শুরু করেন মরগান। রুটের সঙ্গে তিনি যোগ করেন ১৮৯ রান। বেয়ারস্টোর মতো সেঞ্চুরি বঞ্চিত হতে হয় রুটকেও। ৮২ বলে ৮৮ রান করে ফেরেন তিনি।


রুট ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি মরগান। মাত্র ৭১ বলে ১৪৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে থামেন তিনি। শেষদিকে নয় বলে ৩১* রানের টর্নেডো ইনিংস খেলেছেন মঈন আলী।


তাঁর এমন ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিক ইংল্যান্ড।


আফগান বোলারদের জন্য দিনটি ভালো যায়নি। রশিদ খান নয় ওভারে ১১০ রান খরচা করেছেন। অধিনায়ক গুলবাদিন নাইব ৬৮ রান দিয়ে বেয়ারস্টো, রুট ও মরগানের মূল্যবান উইকেট নিয়েছেন। দওলত জাদরানের শিকার বাকি তিনটি উইকেট।  



সংক্ষিপ্ত স্কোরঃ-
ইংল্যান্ডঃ- ৩৯৭/৬ (৫০ ওভার)
(মরগান ১৪৮, বেয়ারস্টো ৯০, রুট ৮৮; নাইব ৩/৬৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball