promotional_ad

রুবেলকে একাদশে চান আগারকার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে বাংলাদেশের একাদশে পেসার রুবেল হোসেনকে চান সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার। রুবেল একাদশে থাকলে টাইগারদের বোলিং শক্তি পূর্ণতা পাবে বলে মনে করছেন তিনি।


টন্টনে বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ ব্যাটসম্যানরা দুই দফায় বড় জুটি গড়েছেন। এভিন লুইস এবং শাই হোপ মিলে গড়েন ১১৬ রানের জুটি। এরপর শাই হোপের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন শিমরন হেটমায়ার।



promotional_ad

এই দুটি জুটির কারণে বড় স্কোরের পথে এগিয়ে যায় ক্যারিবীয়রা। এই বিষয়টিকে উদাহরণ হিসেবে টেনে রুবেলের প্রয়োজনীয়তা সম্পর্কে আগারকার বলেন, 'বাংলাদেশ তাদের বোলিংয়ে পরিবর্তন আনুক। রুবেলকে তারা দলে যুক্ত করুক। উইন্ডিজের সঙ্গে ওরা শুরু এবং শেষ ভালো করেছে। কিন্তু মাঝে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। একাদশে রুবেল থাকলে তাদের বোলিংয়ে নতুন একটি মাত্রা যোগ হবে। কারণ, সে অনেক জোরে বল করে।' 


গ্রুপ পর্বে বাংলাদেশের আর চারটি ম্যাচ বাকি আছে। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে অন্তত তিনটি ম্যাচে জিততে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে। ভালো পারফর্মেন্স ধরে রাখতে পারলে তা সহজেই সম্ভব, মনে করছেন আগারকার।


'তাদের ভালো সম্ভাবনা আছে সেমিফাইনালে ওঠার। ইতোমধ্যেই তারা দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজকে হারিয়েছে। কাগজে কলমে হয়তো অস্ট্রেলিয়া এগিয়ে আছে। কিন্তু বাংলাদেশ যদি এভাবে খেলতে থাকে তাহলে যে কোনো দলকেই তারা অনায়াসেই হারাতে পারবে।’



‘এই পারফর্মেন্স তাদের ধরে রাখতে হবে। প্রথম ম্যাচ জিতে পরের দুই ম্যাচে তারা ভালো খেলেনি, আবার আজ ভালো খেলেছে। আরও দুই-তিন ম্যাচে তাদের ভালো করতে হবে। বাংলাদেশ তো কোনো নতুন দল নয়, সবাই জানে যে ওদের সঙ্গে খারাপ খেললে বিপদ হতে পারে।' যোগ করেন আগারকার।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball