যেভাবে চাপ জয় করলেন লিটন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচ, স্বভাবতই চাপের বোঝা ছিল কাঁধে। দলের অবস্থান দেখেও স্বস্তিতে থাকার উপায় ছিল না। আবার ওপেনিং পজিশন ছেড়ে বিশাল লক্ষ্য তাড়ায় খেলতে হবে পাঁচ নম্বরে। সব মিলিয়ে রাজ্যের চাপ নিয়ে মাঠে নেমেছিলেন লিটন দাস। কিন্তু কোনো কিছুই বাধা হলো না। সব ধরনের চাপকে জয় করে নিলেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান।
এতো চাপ জয় করা মোটেও সহজ ছিল না লিটনের জন্য। এমনকি ৩০ রান করে উইকেটে থিতু হওয়ার আগে খেলতে পারেননি নিজের স্বাভাবিক খেলা।

আটটি চার ও চারটি ছক্কায় ৬৯ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে এখন অনেকটাই চাপমুক্ত লিটন। ম্যাচের পর চাপ সামলে নেওয়ার ব্যাপারে লিটন বলেন, '৩০ রানের পর মনে হয়েছে নিজের মতো খেলতে পারছি। আমি অনেক চাপে ছিলাম, সবকিছু আমার অনুকূলে ছিল না। যখন ৩০ রান করেছি, আমার মনে হয়েছে যে উইকেটটায় আমি থিতু হতে পেরেছি।’
কখন ব্যাটকে তরবারিতে পরিণত করতে হবে, ক্ল্যাসিক একটি ইনিংস উপহার দেওয়া বাংলাদেশের এই ব্যাটসম্যান ঠিক সময়েই বুঝতে পেরেছেন, '৩০ রান করার পর মনে হয়েছে যে খেলতে পারব। স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার থাকে না? আমার মনে হয় ৩০ রানের পর আমি সেই স্বাচ্ছন্দ্য পেয়েছি।'
ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকারই থাকছেন। লিটন কি তবে মিডল অর্ডারে খেলার পরীক্ষা দিয়েছেন? হয়তো পরীক্ষাই। যদিও জায়গা পরিবর্তনের ব্যাপারটি মাথায়ই আনেননি লিটন। তাঁর দৃষ্টি ছিল কেবলই চাপ কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় ছিনিয়ে আনার দিকে, ‘এ রকম কোনও চিন্তা হয়নি যে, আমি চাপে ছিলাম। ওভাবেই খেলেছি।'