promotional_ad

৪০-৫০ রান কম হয়েছেঃ হোল্ডার

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টনটনের ব্যাটিং সহায়ক উইকেটে আরও ৪০-৫০ রান বেশি করা উচিত ছিল উইন্ডিজের, মনে করছেন দলটির অধিনায়ক জেসন হোল্ডার। 


গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ৫১ বল হাতে রেখে। বিশেষ করে লিটন দাসের ৬৯ বলে ৯৪* রানের ইনিংসটি যেন টাইগারদের কাছে আরও ছোটো করে দিয়েছে লক্ষ্যকে।


বল হাতেও সফলতা দেখাতে পারেনি উইন্ডিজ। ক্যারিবিয়ান দলপতির আক্ষেপ মূলত এখানেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বলেছেন, 



promotional_ad

'আমার কাছে মনে হয়েছে আমরা ৪০-৫০ রান কম করেছি। উইকেট সবসময় ভালো ছিল। আমরা বল হাতে আরও ভালো করতে পারতাম। মাঠে আমরা নুইয়ে পড়েছিলাম।


'ম্যাচের অবস্থার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারিনি, যদিও আমাদের যাওয়া উচিত ছিল। আপনি যখন ৩২০ রান করবেন, তখন তা ডিফেন্ড করার চেষ্টা করবেন। আমরা উইকেট নিতে পারিনি এবং সুযোগ হারিয়েছি। '


পাঁচ ম্যাচ মাত্র একটিতে জিতেছে উইন্ডিজ। বিশ্বকাপে টিকে থাকার লড়াইটা একটু কঠিনই হয়ে গেল হোল্ডারদের জন্য। বাজে পারফর্মেন্সের অজুহাত দিচ্ছেন না তিনি। এগিয়ে যেতে চান সামনে। 


'কোনো অজুহাত দিচ্ছি না। আমাদের আরও গুছিয়ে খেলা উচিত ছিল। সবগুলো ম্যাচই এখন আমাদের জন্য ফাইনাল। আমাদের এখন নিজেদের টেনে তুলতে হবে।'



উল্লেখ্য, টনটনে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ৩২১ রানের বিশাল সংগ্রহ করেছিল উইন্ডিজ। শাই হোপ ও এভিন লুইসের অর্ধশতক এবং শেষদিকে শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের ক্যামিওতে এমন রান সংগ্রহ করেছিল তাঁরা।


জবাবে সাকিব আল হাসানের শতক এবং লিটন-তামিমদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১ বল হাতে রেখে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball