ক্যারিবিয়ানদের আগ্রাসী ব্যাটিংয়ে সুবিধা পাবে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজদের আক্রমণাত্মক ক্রিকেট সুবিধা দিতে পারে বাংলাদেশকে, মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁদের আগ্রাসী ব্যাটিংয়ে সুযোগ মিলতে পারে বোলারদের, বলেছেন মাশরাফি।
বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। কেননা গত দেড় বছরে বারবার উইন্ডিজকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। এখানেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন মাশরাফি।

টনটনে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে জানান, 'তাঁরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে। তাঁরা যেমন ক্রিকেট খেলে তাতে তাঁরা ইতিবাচকই থাকবে। মাঝের ওভারগুলোতেও তাঁরা বড় শট খেলে। এটা যেমন ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে।
'আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। শেষ কয়েকটি সিরিজে তাঁদের বিপক্ষে আমাদের বোলাররা ভালো করেছে। আমাদের ইতিবাচকভাবে শুরু করতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের ভালো বল করতে হবে। সতর্ক থাকতে হবে যেন তাঁরা খুব বেশি রান না করতে পারে।'
উইন্ডিজদের আক্রমণাত্মক ক্রিকেট খেলা নিয়ে দলের বোলারদের সতর্ক করলেন মাশরাফি। দলের বোলিং ভারসাম্য হারালেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাবে উইন্ডিজ, আশংকা তাঁর।
'যারা তাঁদের বিপক্ষে খেলে তাঁরা চিন্তা করে তাঁদের কিভাবে সাম্যবস্থায় নিয়ে আসবে। তাঁরা সবসময় টি-টুয়েন্টি ব্র্যান্ডের ক্রিকেট খেলে এবং এটা তাঁরা ভালো পারে। তাঁরা যদি সফল হয় তাহলে বোলারদের কাজ কঠিন হয়ে যাবে।
'আমাদের নিজেদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে। অবস্থা যেমনই হোক, আমাদের স্বাভাবিক থাকতে হবে। সব দিন ভালো যাবে না, কিছু দিন খারাপও যেতে পারে।'