বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রাসেল?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টনটনে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ম্যাচের আগের দিনের অনুশীলনে আসেননি তিনি।
হাঁটুতে চোট নিয়েই এবারের বিশ্বকাপে খেলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো রাসেল। নিজেদের শেষ ম্যাচে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষেও তিনি খেলেছিলেন ইনজুরি নিয়ে।

এবার অনুশীলনেও অনুপস্থিত তিনি। বোঝাই যাচ্ছে টাইগারদের বিপক্ষে একাদশে নাও দেখা যেতে পারে এই ক্রিকেটারকে। বাংলাদেশের জন্য বিষয়টি কিছুটা স্বস্তির।
কেননা চলতি বিশ্বকাপে বল হাতে দারুণ পারফর্মেন্স করছেন রাসেল। পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচেই চার উইকেট শিকার করেছেন তিনি।
এরপর একই ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে বিবেচিত হননি রাসেল। অবশ্য সেই ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এরপরে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটহীন ছিলেন রাসেল।
ব্যাট হাতে রাসেলের সামর্থ্যের কথা সকলেরই জানা। এবার বল হাতেও নিয়মিত উইকেট নিচ্ছেন তিনি। নিঃসন্দেহে একাদশে না থাকলে রাসেলকে অনুভব করবে তাঁর দল।