ইংল্যান্ডের অধিনায়ক হতে ইচ্ছুক বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইয়ন মরগানের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্বভার নিতে প্রস্তুত দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। ইনজুরির কারণে যদি আফগানিস্তানের বিপক্ষে মরগান না খেলেন তাহলে অধিনায়কত্ব করার ইচ্ছা পোষণ করেন বাটলার।
উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের শেষ ম্যাচে পিঠের ব্যাথায় মাঠ ছেড়েছিলেন মরগান। সেসময় সহ অধিনায়ক বাটলারের নেতৃত্বে খেলেছে দল। পিঠের ব্যাথার কারণে সামনের ম্যাচেও না খেলার সম্ভাবনা আছে মরগানের। এই ব্যাপারে বাটলার জানান,

'ইয়নের অধীনে আমি লম্বা সময় ধরে খেলেছি। সে দারুণ অধিনায়ক। সহ অধিনায়ক হিশেবে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা খেলা নিয়ে অনেক আলোচনা করি। আমাদের দর্শনেও অনেক মিল। তাই আমি অধিনায়ক হলে অধিনায়কত্বে মিল থাকবে। অধিনায়কত্ব করতে পারাটা অবশ্যই অনেক সম্মানের। স্ট্যাম্পের পিছন থেকে ম্যাচ সম্পর্কে আমার ভালো ধারণা থাকে।'
আগামী মঙ্গলবার ওল্ড ট্র্যাফোডে উইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। মরগান যদি নাও খেলেন তাহলেও নিয়ম অনুযায়ী অধিনায়কত্ব করার কথা বাটলারের। একই সঙ্গে উইকেটরক্ষক এবং অধিনায়কত্ব সামলানোর ব্যাপারে বাটলারের যুক্তি,
'এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে দুইটি কাজকে আলাদা করবেন। প্রথম দশ সেকেন্ড উইকেটরক্ষক হিশেবে নিজের সেরাটা দিবেন। এরপরে আবার ম্যাচ নিয়েও ভাববেন।'