অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলংকা বধ অজিদের

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লন্ডনের কেনিংটন ওভালে অ্যারন ফিঞ্চের বিধ্বংসী সেঞ্চুরি এবং মিচেল স্টার্ক-কেন রিচার্ডসনদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলংকাকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পরেই অবস্থান করছে তাঁরা। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৩৪ রান করেছে অজিরা। অপরদিকে পয়েন্ট তালিকার পঞ্চমে আছে শ্রীলংকা (চার পয়েন্ট)।
জবাবে ৪৫.৫ ওভারে ২৪৭ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। এদিনে শুরু থেকেই চেষ্টা করেছিল শ্রীলংকা। উদ্বোধনী জুটিতেই ১১৫ রান তুলেছে দলটি।

কুশল পেরেরা ৫২ রানে ফিরলেও চেষ্টা চালিয়ে যান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ১০৮ বলে ৯৭ রান করে ফিরে যান তিনি। দুই ওপেনার বাদ দিলে কেউই তেমন ভালো খেলেননি লঙ্কান মিডল অর্ডারে।
কেবল কুশল মেন্ডিস করেন ৩০ রান। লঙ্কানদের শেষ সাত উইকেট গিয়েছে মাত্র ৪৩ রান সংগ্রহ করতেই! অজি বোলারদের মধ্যে স্টার্ক নেন চারটি উইকেট, রিচার্ডসনের শিকার তিনটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। দুজনে গড়েন ৮০ রানের জুটি।
ওয়ার্নার অবশ্য কিছুটা মন্থর ছিলেন। ৪৮ বলে করেছেন ২৬। এরপর তিনে নামা উসমান খাওয়াজা দ্রুত ফিরলেও (১০) ফিঞ্চকে সঙ্গ দেন স্টিভ স্মিথ। দুজনে মিলে গড়েন ১৭৩ রানের জুটি।
১৫ টি চার এবং পাঁচটি ছক্কায় ১৩২ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরে যান ফিঞ্চ। স্মিথ করেন ৫৯ বলে ৭৩ রান। শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ২৫ বলে ৪৬* রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় অজিরা।
শ্রীলংকার হয়ে দুটি করে উইকেট নেন ইসুরু উদানা এবং ধনঞ্জয়া ডি সিলভা।