টনটনে সেঞ্চুরির প্রত্যাশা তামিমের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ব্যাটিং স্বর্গ হিশেবে সুখ্যাতি পেয়ে যাওয়া টনটনে সেঞ্চুরির দিকে নজর টাইগার ওপেনার তামিম ইকবালের। উইন্ডিজের বিপক্ষে নিজেদের পরের ম্যাচেই তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করতে চান তিনি।
টনটনে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এখান থেকেও কিছুটা অনুপ্রেরণা পাচ্ছেন তামিম। শনিবার মিডিয়ার সামনে জানান,
'আশাকরি (সেঞ্চুরি পাওয়ার)। আশা তো করি যে আমি পারব। আমি কখনো এখানে খেলিনি। কিন্তু আমি শুনেছি যে ব্যাটসম্যানদের জন্য এটা স্বর্গ।'

টনটনে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সাম্প্রতিক ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন পাক পেসার মোহাম্মদ আমির। এছাড়াও সেই ম্যাচে গতি আর সুইংয়ে নজরকাড়া পারফর্মেন্স ছিল পেসারদের। টনটনের উইকেট বিশ্বকাপের আসরে বোলিং সহায়ক হয়ে থাকে বলে আশংকা তামিমের।
'এখন উইকেটটি একটু ভিন্নভাবে বানাচ্ছে ওরা। সাধারণত যেমন থাকে অমন না। আপনি অস্ট্রেলিয়া-পাকিস্তান খেলাও যদি দেখেন, দেখবেন বোলাররা একটু সাহায্য পেয়েছে এখান থেকে। আবহাওয়াও অনুকুলে না। যে উইকেটই দিক না কেন আমাদের খেলতে হবে এবং ভালো খেলতে হবে।'
উইকেট ছাড়াও তামিম চিন্তিত নিজের ফর্ম নিয়ে। বিশ্বকাপের তিন ম্যাচে তামিমের রান যথাক্রমে ১৬, ২৪ এবং ১৯। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড- তিন দলের বিপক্ষেই উইকেটে থিতু হয়ে মাঠ ছেড়েছেন তিনি।
'আমি ব্যাট করতে নামলে ১০ ওভার টিকে গেলে আমার রান বড় হয় আরকি। শেষ তিন ম্যাচে আমি শুরুতে চেষ্টা করেছিলাম, যেটা প্রথম ৫-৭ ওভারে দরকার।
'এরপর যখন সব আমার নিয়ন্ত্রণে আসার সময় তখন তিনটা ম্যাচের মধ্যে বলতে পারেন দুটোতেই উইকেট বিলিয়ে দিয়েছি আমি। এটা হতাশার। এমনটা হয় না। আশা করি আমি যদি ভালো শুরু পাই তাহলে ভালো করব।'