উইন্ডিজের বিপক্ষে ফেভারিট বাংলাদেশঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টনটনে উইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের আগে নিজেদের এগিয়ে রাখছেন জাতীয় দলের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টাইগারদের সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তিনি
গত এক বছরে উইন্ডিজের বিপক্ষে তিনটি সিরিজে দেখা হয়েছে টাইগারদের। গত বছরের মাঝামাঝি ক্যারিবিয়ানদের মাটিতে তাঁদের ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ হারায় টাইগাররা।

একই বছরের শেষদিকে ঘরের মাটিতে উইন্ডিজকে ওয়ানডে এবং টেস্ট সিরিজে হারায় বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও উইন্ডিজকে পাত্তা দেয়নি টাইগাররা। সব মিলিয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তামিম জানান,
'অবশ্যই। কেন না? সাম্প্রতিক অতীতে আমরাই তাঁদের সঙ্গে বেশি ম্যাচ জিতেছি। আমরা ফেভারিট হতেই পারি। আয়ারল্যান্ডেও ওদের সঙ্গে আমরা দুটো বা তিনটি ম্যাচে খেলেছি সব জিতেছি। ফেভারিট আমরা হতেই পারি।'
তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ফেভারিট হয়ে মাঠে নামার সমীকরণে বিশ্বাসী নন তামিম। ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশনে দুই দলই খেলছে ভিন্ন ঘরানার ক্রিকেট, মন্তব্য তাঁর।
'আমার জন্য কে ফেভারিট বা কে ফেভারিট না এটা অনেক বড় বিষয় না। ক্রিকেট খেলাটাই এমন যেকোনো দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপে এটা যে কারো সাথেই হতে পারে। উইন্ডিজের খেলা যদি দেখেন প্রথম দুটো ম্যাচে তাঁরা যেভাবে খেলেছে, তাঁদের অন্যরকম মনে হয়েছে গত ছয় মাস থেকে।
'আমাদের প্রথম দুই ম্যাচ যদি দেখেন আমরাও অনেক ব্যতিক্রমী খেলেছি। এই কন্ডিশনে সেরা দলগুলোকে আমরা চ্যালেঞ্জ জানিয়েছি। একটা আমাদের পক্ষে এসেছে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে), আরেকটা ম্যাচ আসেনি (নিউজিল্যান্ডের বিপক্ষে)। আমার কাছে মনে হয়, এটা ভালো ম্যাচ হবে।'