নেট বোলারকে আহত করলেন সাইফুদ্দিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ব্যাটিং অনুশীলন করতে গিয়ে নেট বোলারকে আহত করেছেন টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টনটনে শনিবারের অনুশীলনে ঘটেছে এমন ঘটনা।
রানেল নামের এক নেট বোলারের বলে অনুশীলন করছিলেন সাইফুদ্দিন। একটি বলে সামনের দিকে সজোরে আঘাত করেন তিনি, বোলিংয়ে থাকা রানেল তৎক্ষণাৎ ঘুরে যান।

ফলে রানেলের মাথার পেছনে লাগে বলটি। আহত হওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন তাৎক্ষণিকভাবে রানেলের চিকিৎসা করে তাঁকে সুস্থ করে তোলেন।
একইদিনে নেটে অনুশীলন করার সময় চোট পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাঁর ইনজুরি কতটা গুরুতর সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
নেটে অনুশীলনের সময় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলে ডানহাতের কব্জিতে চোট পান মুশফিক। এরপর ফিজিওর অধীনে তাঁকে সাময়িক চিকিৎসা দেয়া হয় এবং সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি।