promotional_ad

ইংল্যান্ড শিবিরে ইনজুরির মিছিল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার উইন্ডিজদের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় চোট পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান এবং ডানহাতি ওপেনার জেসন রয়। যেকারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তায় রয়েছে দলটি।


উইন্ডিজ ইনিংসের শুরুতেই ফিল্ডিংয়ের সময় বলের পেছনে দৌড়াতে গিয়ে বাঁ পায়ের পেশীতে টান খেয়েছিলেন ওপেনার জেসন রয়। পরবর্তীতে সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। ইংলিশদের ইনিংস চলাকালীন ব্যাটিংয়েও নামেন নি এই ওপেনার।


অধিনায়ক ইয়ন মরগানও ফিল্ডিং করার সময় পিঠে টান খেয়েছেন। যদিও চোট নিয়েই ফিল্ডিং করে গিয়েছেন তিনি। দলের দুজন গুরুত্বপূর্ণ সদস্য ইনজুরি সমস্যায় পড়লেও বিষয়টি নিয়ে আতঙ্কিত হতে বারণ করেছেন দলপতি। 



promotional_ad

'এর আগেও আমার পিঠে সমস্যা হয়েছিল, যা সেরে উঠতে সময় নেয় ২-১দিন। এই মুহূর্তে কিছু নিশ্চিত করতে পারছি না, আগামী ২৪ ঘন্টার মধ্যে জানাতে পারব। রয়কে কালকে স্ক্যান করতে পাঠানো হবে, ৪৮ ঘন্টার আগে কোন কিছু বলতে পারা সম্ভব নয়।


'যখন দলের দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরি সমস্যায় ভুগেন তখন বিষয়টি চিন্তার আসলে। তবে এসব নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না এখনি। আমরা অপেক্ষা করছি, দেখি আগামী ৪৮ ঘন্টায় কি ফলাফল আসে।'


এই দুজন ছাড়াও ইংলিশ পেসার মার্ক উডও চোটে ভুগছেন। উইন্ডিজদের বিপক্ষে তাঁর খেলা অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত মাঠে নেমে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। 


বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া জস বাটলারকে নিয়েও এই ম্যাচে শঙ্কা ছিল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।



১৮ই জুন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে সবার সুস্থতা আশা করছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball