রুটের অলরাউন্ড পারফর্মেন্সে সহজ জয় ইংল্যান্ডের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে জো রুটের অলরাউন্ড পারফর্মেন্সে উইন্ডিজের বিপক্ষে আট উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ওপেন করতে নেমে সেঞ্চুরি করেছেন রুট।
২১৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে জনি বেয়ারস্টোর সঙ্গে ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েন রুট। বেয়ারস্টো ফিরে যান ৪৫ রানে। এরপর তিনে নামা ক্রিস ওকসের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন রুট।
তিনে সুযোগ পাওয়া ওকস এদিনে করেন ৪০ রান। এরপর অপরাজিত সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুট। ৯৪ বলে ১০০* রানের ইনিংসে ছিল ১১টি চারের মার।
সঙ্গী স্টোকস অপরাজিত ছিলেন ১০ রানে। উইন্ডিজের হয়ে দুটি উইকেটই নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। এই ম্যাচে ফিল্ডিং করার সময় চোটে পড়েন জেসন রয় এবং ইংল্যান্ড দলপতি ইয়ন মরগান। ইনজুরিতে পড়ায় মাঠ ছাড়েন তাঁরা।
নিয়ম অনুযায়ী একজন ফিল্ডার যতক্ষণ মাঠের বাইরে থাকবেন ব্যাটিংয়ে নামার পর দলের ইনিংসের ততোটা সময় পার না হলে তিনি ব্যাট করতে নামতে পারবেন না।

আর তাই ব্যাটিং অর্ডারে নিচে নেমে যেতে হয়েছে মরগান এবং ওপেনার রয়কে। এর আগে স্বাগতিকদের বিপক্ষে মাত্র ২১২ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। নিকোলাস পুরান এবং শিমরন হেটমিয়ার ছাড়া ইংল্যান্ডের সম্মিলিত বোলিং আক্রমণের সামনে কেউই টিকতে পারেননি।
টসে হেরে ব্যাট করতে নামা উইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত করেন ক্রিস ওকস। এভিন লুইসকে (২) বোল্ড করে ফিরিয়েছেন তিনি। এরপর দলীয় ৫৪ রানে ফিরে গিয়েছেন অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইলও।
ব্যক্তিগত ৩৬ রানে থাকার সময় লিয়াম প্ল্যাঙ্কেটের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। দলীয় রানের সঙ্গে আর এক রান যোগ হতেই ফিরে যান শাই হোপ (১১)।
মার্ক উডের শিকারে পরিণত হন তিনি। এরপর ৮৯ রানের জুটি গড়েন নিকোলাস পুরান এবং শিমরন হেটমিয়ার। এই জুটি ভাঙেন অনিয়মিত ইংলিশ স্পিনার জো রুট।
হেটমিয়ারকে ৩৯ রানে থামানোর পর ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকেও (৯) ফেরান তিনি। ইনজুরি কাটিয়ে দলে ফেরা আন্দ্রে রাসেল চেষ্টা করেও পুরানকে সঙ্গ দিতে পারেননি।
১৬ বলে ২১ রান করে মার্ক উডের দ্বিতীয় শিকার হয়ে দ্রুত বিদায় নেন তিনি। জফরা আর্চারের বলে থেমে যায় পুরানের ইনিংস। ফেরার আগে করেন ৭৮ বলে ৬৩ রান।
শেষমেশ ৪৪.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় উইন্ডিজ। দলটির লেজ ধসানোর দায়িত্ব নেন আর্চার-উড বোলিং জুটি।
এই দুজনের উভয়েই নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন রুট। একটি করে উইকেট নিয়েছেন ওকস এবং প্ল্যাঙ্কেট।
সংক্ষিপ্ত স্কোরঃ-
উইন্ডিজঃ- ২১২/১০ (৪৪.৪ ওভার)
(পুরান ৬৩, হেটমিয়ার ৩৯, উড ৩/১৮)
ইংল্যান্ডঃ- ২১৩/২ (৩৩.১ ওভার)
(জেসন ১০০*, বেয়ারস্টো ৪৫; গ্যাব্রিয়েল ২/৪৯)