রুবেলের না থাকার ব্যাখ্যায় ওয়ালশ

ছবি: ছবিঃ ফেসবুক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের কম্বিনেশনের জন্যই একাদশে জায়গা মিলছে না পেসার রুবেল হোসেনের; তবে নির্বাচকরা যদি তাঁকে সুযোগ দেয় তবে সেরাটাই দিবেন এই অভিজ্ঞ পেসার, মনে করছেন জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
এখন পর্যন্ত চারটি ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশের। শ্রীলংকার বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচটি বাদ দিয়ে বাকি তিনটি ম্যাচের একটিতেও সুযোগ পাননি রুবেল। রুবেল সুযোগ না পাওয়ার ব্যাপারে ওয়ালশের মতামত,

'এই প্রশ্নটা নির্বাচকদের জন্য। গত মৌসুম ভালো কেটেছে ওর। এবারো শুরু ভালো করেছিল। দলের কম্বিনেশনের জন্য একাদশে সুযোগ হচ্ছে না তার। বিষয়টি ইতিবাচক যে ওর মতো একজন একাদশে সুযোগ পাচ্ছে না।'
তবে নির্বাচকরা যখনই সুযোগ দিবেন, তখনই নিজের সেরাটা উজাড় করে দিবেন রুবেল, বিশ্বাস এই ক্যারিবিয়ানের। রুবেলকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানানোর সময় ওয়ালশ বলেছেন,
'এখনো বেশ কিছু ম্যাচ বাকি আসরে। যখনই নির্বাচকরা ওকে চাইবে, আশা করি সে ভালো করবে। যখন সে সুযোগ পাবে আমি আশা করব সে সুযোগটা কাজে লাগাবে, ভালো করবে।
'গত মৌসুমে খুবই ভালো করেছে সে। নেটেও ভালো বল করে আসছে। সে খুব বেশি ক্রিকেট খেলি নি। আমাদের ওকে সতেজ রাখতে হবে। যখন সে সুযোগ পাবে, তখন যেন ভালো করতে পারে। সে ভালো করছে। আশা করি সে যখন সুযোগ পাবে, তখন কাজে লাগাবে।'
রুবেলের জায়গায় একাদশে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া একইসাথে মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদি হাসান মিরাজের স্পিনে ম্যানেজমেন্টের ভরসা থাকায় কোনোভাবেই একাদশে জায়গা মিলছে না রুবেলের।