উইন্ডিজ দলে তিন পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হাই ভোল্টেজ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলপতি ইয়ন মরগান।

এই ম্যাচে ইংলিশদের দলে কোন পরিবর্তন না এলেও তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ক্যারিবিয়ানরা। দলে ফিরেছেন এভিন লুইস, আন্দ্রে রাসেলরা।
ইংল্যান্ড সম্ভাব্য একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জফরা আর্চার।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গেব্রিয়েল, শেল্ডন কোট্রেল, ওশানে থমাস।