promotional_ad

ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ ইরফান

ধারাভাষ্য থেকে বাদ পড়লেন ইরফান পাঠান, ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ কয়েক আসরে ধারাভাষ্য দিলেও ২০২৫ মৌসুমের জন্য প্রকাশিত ধারাভাষ্যকারদের তালিকায় নেই ইরফান পাঠানের নাম। ব্যক্তিগত রোষ থেকে ভারতের তারকা ক্রিকেটারদের সমালোচনা করায় তাদের অভিযোগের ভিত্তিতে ধারাভাষ্য প্যানেলে জায়গা পাননি সাবেক এই ক্রিকেটার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মাই খেল।

promotional_ad

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত দলে রবীন্দ্র জাদেজার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। প্রশ্ন তোলার পাশাপাশি তারকা অলরাউন্ডারকে ‘অল্পসল্প’ অর্থাৎ ছোট মানের ক্রিকেটার মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। একই বছরের নভেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কলকাতা টেস্ট চলাকালীন সহভাষ্যকার হার্শা ভোগলের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছিলেন।


আরো পড়ুন

আইপিএল শেষ মহসিনের, লক্ষ্ণৌতে শার্দুল ঠাকুর

১ ঘন্টা আগে
শার্দুল ঠাকুর (বামে) ও মহসিন খান (ডানে), ফাইল ফটো

এসব কাণ্ড ঘটিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন মাঞ্জরেকার। ২০১৬ আইপিএলের আগে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হার্শা। তাদের দুজনের পর এবার একই রকম শাস্তি পেলেন ইরফান। ক্রিকেট ছাড়ার পর থেকেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ভারতের সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। 


আইপিএলের সবশেষ কয়েক মৌসুমে ধারাভাষ্য দিলেও ২০২৫ সালের জন্য রাখা হয়নি তাকে। ভারতীয় সংবাদমাধ্যম মাই খেল জানিয়েছে, ব্যক্তিগত রোষ থেকে ক্রিকেটারদের সমালোচনায় করায় এমন শাস্তির মুখে পড়তে হয়েছে ইরফানকে। যতটুুকু জানা গেছে, সবশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। সেটা ভালোভাবে নেননি সেই ক্রিকেটার। 



promotional_ad

ফলস্বরূপ ইরফানকে ব্লক করে রেখেছেন সেই ক্রিকেটার। এ ছাড়া ইরফানের ‘অ্যাটিটিউড’ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সবশেষ দুই বছরে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেয়ার সময় ‘অ্যাটিটিউড’ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এমন অভিযোগের ভিত্তিতে আইপিএলের ধারাভাষ্য থেকে সরিয়ে দেয়া হয়েছে ইরফানকে।


ন্যাশনাল ফিড ধারাভাষ্যকার প্যানেল- সুনীল গাভাস্কার, নভোজিৎ সিং সিন্ধু, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, আরপি সিং, শেন ওয়াটসন, সঞ্জয় বাঙ্গার, বীরেন্দর শেবাগ, বরুণ অরুণ, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, হরভজন সিং, শিখর ধাওয়ান, অনিল কুম্বলে, সুরেশ রায়না, কেন উইলিয়ামস, এবি ডি ভিলিয়ার্স, রবিন উথাপ্পা, অ্যারন ফিঞ্চ, আম্বাতি রাইডু, মোহাম্মদ কাইফ ও পিযুষ চাওলা।


ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্যকার প্যানেল- রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, দীপ দাশ গুপ্তা, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, বরুণ অরুণ, আনজুম চোপড়া, ডব্লিউ ভি রমান, মুরালি কার্তিক, ইয়ন মরগান, গ্রায়েম সোয়ান, হার্শা ভোগলে, সাইমন ডুল, এমপুমেলোলো এমবাঙ্গা, নিক নাইট, ড্যানি মরিসন, ইয়ান বিশপ, অ্যালান উইলকিন্স, ড্যারেন গঙ্গা, ক্যাটি মার্টিন, নাটাইল জার্মেনোস।



বাংলা ফিড ধারাভাষ্যকার প্যানেল- দেবী সাহা, রাজা ভেনকাট, শ্রীভাটস গোস্বামী, সঞ্জীব এম, ঝুলন গোস্বামী, শিলাদত্য রয়, শুভময় দাশ, গৌতম বি, শরদিন্দু এম, অনিন্দ সেনগুপ্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball