আমির ফিরলেন আমিরের মতই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বরূপে ফিরেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ৩০ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে সমালোচকদের উচিৎ জবাব দিয়েছেন তিনি। দল জিততে না পারলেও নিজেকে ক্রিকেট বিশ্বের কাছে আরও একবার তুলে ধরেছেন এই পেসার।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে পাকিস্তানের বাকি বোলাররা যখন সুবিধা করতে পারছিলোনা সে সময় উল্টো চিত্র দেখা গিয়েছে আমিরের বোলিংয়ে। কোনও অজি ব্যাটসম্যানই তাঁর বিপক্ষে সুবিধা করতে পারেন নি। উইকেট থেকে সুবিধা নেয়ার পাশাপাশি লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করেই সফল হয়েছেন তিনি।

অথচ বিশ্বকাপের আগে এই আমিরকেই স্কোয়াডে রাখেনি পাকিস্তান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাত্র ৫ উইকেট নেয়া আমির এই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেই তুলে নিয়েছেন ১০ উইকেট। অধিনায়ক সরফরাজ আহমেদ তাঁকে প্রশংসায় ভাসিয়ে বলেন,
'হাসান ও ওয়াহাব ভালো ব্যাটিং করেছে। ভালোই লড়ে গেছে তারা। তবে ম্যাচ শেষ করে আসতে পারেনি। আর আমির ছাড়া কেউ-ই ভালো বোলিং করেনি'।
বুধবার বিশ্বকাপে পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন আমির। যে সুবাদে ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, সাকলাইন মুশতাক, আব্দুল কাদির, ওয়াহাব রিয়াজ ও সোহেল খানের সঙ্গে নাম লিখিয়েছেন তিনি।
এছাড়া ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নেয়ার দিন আরও কীর্তি গড়েছেন এই পেসার। বিশ্বকাপে অস্ট্রলিয়ার বিপক্ষে ৫ উইকেট নেয়া প্রথম পাকিস্তানী বোলার এখন আমির।
তাঁর এই স্বরূপে ফেরাটা একদম তাঁর নিজের মতই। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের টপ অর্ডারকে একাই ভেঙ্গে দিয়েছিলেন আমির। ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর ২০১৬ সালে ফের জাতীয় দলে সুযোগ পান তিনি।