অস্ট্রেলিয়ার মেরুদণ্ড ভাঙ্গতে চায় পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে দলটির মেরুদণ্ড মানছেন পাকিস্তানের ওয়ানডে দলপতি সরফরাজ আহমেদ। ম্যাচের শুরুতেই তাঁদের মেরুদণ্ড ভেঙ্গে দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তাঁর দল।
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ এবং স্টিভ স্মিথ বিশ্বকাপে ভালো ফর্মে আছেন। ওয়ার্নার এবং স্মিথ বিশ্বকাপে দুটি করে ফিফটি হাঁকিয়েছেন। দুবাইয়ে অনুষ্ঠিত সিরিজে ফিঞ্চের ব্যাটে ভর করেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া।
তাই ম্যাচ জিততে হলে এই তিনজনকে শুরুতেই তুলে নিতে হবে বলে দাবি সরফরাজের। যার সুবাদে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে নিতে পারবে পাকিস্তান।

'আমরা জানি ওয়ার্নার, ফিঞ্চ এবং স্মিথ অস্ট্রেলিয়া দলের মেরুদণ্ড। ওদেরকে দ্রুত তুলে নিতে পারলে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এমনকি অস্ট্রেলিয়া দলও আমাদের নিয়ন্ত্রণে থাকবে' ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সরফরাজ বলেছেন।
এবারের বিশ্বকাপে ভালো অবস্থানে থাকা দলগুলোর উদাহরণ টেনে সরফরাজ আরও বলেন, 'বিশ্বকাপে যে কোন দলকে ভালো করতে হলে দলের টপ অর্ডারকে রান করতে হবে। ইন্ডিয়ার দিকে দেখেন বা জয়ের মধ্যে থাকা দলগুলোর দিকে তাকালেই দেখবেন তাঁদের টপ অর্ডার পারফর্ম করছে।
'ইংল্যান্ডের বিপক্ষেও আমাদের টপ অর্ডাররা ভালো শুরু দিয়েছিল বলেই বড় স্কোর হয়েছিল স্কোরবোর্ডে। তাই অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে দ্রুত বিদায় করার লক্ষ্য থাকবে আমাদের, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামবে দল।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও একই মন্ত্র মাথায় নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। ৩৩৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা ভারতের টপ অর্ডারকে দ্রুত বিদায় করে তাঁদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিল পাকিস্তান।
যার সুবাদে শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাজ করা সেই মন্ত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও কাজে লাগাতে চান পাকিস্তান দলপতি ।