নিঃসন্দেহে বাংলাদেশের সেরা সাকিবঃ আকাশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি মনে করেন, বাংলাদেশের সেরা ক্রিকেটার বাঁহাতি এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়েছেন সাকিব আল হাসান। ৩৮৭ রানের বিশাল লক্ষ্যে নামা বাংলাদেশ দল শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেখান থেকে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন সাকিব।

কিন্তু দলের বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় মিছিলে লক্ষ্যে পৌঁছানো হয়নি মাশরাফি বাহিনীর। ২৮০ রানেই অলআউট হয়েছে টাইগাররা। তবে নিজের অষ্টম ওয়ানডে শতক তুলে নিয়েছেন সাকিব।
চাপে থেকেও সাকিব খেলে গেছেন অসাধারণ। ১১৯ বলে খেলেছেন ১২১ রানের ইনিংস। নিজের ইনিংস সাজিয়েছেন ১২ চার এবং ১ ছয়ে। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করা সাকিবের গুণগান পুরো ক্রিকেট পাড়ায়, যেখানে সামিল হয়েছেন আকাশও।
'সাকিব ভালো খেলেছে। নিঃসন্দেহে বাংলাদেশের এখন পর্যন্ত সেরা ক্রিকেটার সাকিব,' নিজের টুইটারের পাতায় লিখেছেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার।
ওয়ানডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব। বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তিনি। খেলেছেন দুইশ'র অধিক ওয়ানডে ম্যাচ, যেখানে পাঁচ হাজারের বেশি রান রয়েছে তাঁর।
বল হাতেও দুর্দান্ত তিনি। ওয়ানডে ফরম্যাটে আড়াইশ'র বেশি উইকেটের মালিক এই বাঁহাতি স্পিনার। স্বভাবতই বলা যায়, বাংলাদেশের অন্যতম সেরা সাকিব।