মহারনে অস্ট্রেলিয়া-ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া এবং ভারত, এবারের বিশ্বকাপের অন্যতম দুই শক্তিশালী প্রতিপক্ষ। রবিবার লন্ডনের ওভালে মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে এই দুই প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট।
এবারের বিশ্বকাপে এখন অবধি দুই ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ভারত খেলেছে একটি মাত্র ম্যাচ। যদিও দুই দলই এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা বিশ্বকাপে নিজেদের একমাত্র ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে জিতেছে অস্ট্রেলিয়া।
বোলিং বিভাগের দুর্দান্ত পারফর্মেন্সের পর ব্যাটসম্যানদের নৈপুণ্যে প্রোটিয়াদের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
উইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অজিরা। সেখান থেকে রেকর্ড গড়া ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন অজি পেসার নাথান কুল্টার নাইল। তিনি খেলেছিলেন ৬০ বলে ৯২ রানের ইনিংস, আট নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে।

এরপর বাকি কাজ সামাল দেন অস্ট্রেলিয়ান বোলাররা। দলকে জয় উপহার দেন তারা। আত্মবিশ্বাসী দুই দলই, তবে আজকের ম্যাচ যে সহজ হবে না ভালোই জানা দুই দলের। তাই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে দুই দলই। উইনিং কম্বিনেশন নিয়েই নামতে চাইবে দুই দল। তবে এই ম্যাচে মৌলিক ক্রিকেট খেলে জয়ী হতে চান ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক শতক।
'আমাদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমরা তাদের মাঠে ভালো ক্রিকেট খেলেছি এবং তারাও আমাদের মাঠে ভালো ক্রিকেট খেলেছে। আমাদের শুধু মূল জিনিসের দিকে নজর রাখতে হবে এবং তারপর সবকিছু আপনা আপনিই ঠিক হয়ে যাবে,' বলেছিলেন তিনি।
বিশ্বকাপের আগে ভারতের মাটিতে শক্তিশালী ভারতকে হারিয়ে এসেছিল অজিরা। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গত ম্যাচ গুলোই আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের, বলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ,
'শেষ তিনটি ম্যাচে ভারতের ঘরের কন্ডিশনে তাদেরকে হারানো আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। বিশ্বকাপে তাদের বিপক্ষে লড়াইয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী আমরা।'
সম্ভাব্য একাদশঃ
অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
ভারতঃ রোহিত শর্মা, শেখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, যুবেন্দ্র চাহাল।