বিশ্বকাপে সাকিব ভাই বড় চমক দেখাবেনঃ মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপ বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বড় চমক দেখাবে বলে বিশ্বাস করছেন তাঁর সতীর্থ মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো ফর্মে থাকা এই অলরাউন্ডারের কাছ থেকে তরুণদের অনেক কিছু শিক্ষা নেয়ার আছে বলে বিশ্বাস তাঁর।
এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করেছেন সাকিব। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে দলের জন্য অবদান রেখেছেন বেশী। ২টি ফিফটির পাশাপাশি ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

এছাড়া শেষ ৭ ম্যাচে ৫টি ফিফটি এবং ১টি শতক হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। তাই সব মিলিয়ে সাকিবের কাছ থেকে এবারের বিশ্বকাপে বাড়তি কিছু আশা করছেন মিরাজ।
'এটাই একটা বিষয় আমাদের জুনিয়রদের ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এখনও উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে যেভাবে করছেন আশা করছি এবারের বিশ্বকাপে তিনি বড় একটা চমক দেখাবেন আমার মনে হয়।'
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের চাপে রেখেছিল। সেই চাপের মাঝেও সাকিবকে অনুকরণ করে বোলিং করেই সফল হয়েছেন মিরাজ।
'আসলে সাকিব ভাইয়ের কাছ থেকে সব বিষয়ই অনুকরণ করার মতন, আমাদের এমন একজন ক্রিকেটার, উনি যখন বোলিং করেন উনাকে দেখে আমি অনেক আত্মবিশ্বাস পাই। উনি যখন বোলিং করতে থাকেন তখন থেকেই আমি তাঁকে ফলো করতে থাকি। পরিস্থিতি তখনি বুঝতে পারি জখন সাকিব ভাই বোলিংয়ে আসেন।
'প্রথম দিকে উনি যখন বোলিং করছিলেন তখন তাঁকে দেখেই বুঝছিলাম এই উইকেটে কিভাবে বোলিং করতে হবে এবং এই উইকেটটা অনেক ভালো উইকেট, কিভাবে ব্যাটসম্যানকে আটাকানো যাবে। দুর্ভাগ্যবশত দুই একটা ওভারে অনেক বড় রান হয়ে গিয়েছে কিন্তু তাঁর কাছ থেকে অনুপ্রেরণাটা বেশী পাই।'