বাদ পড়লেও অবাক হব নাঃ কুল্টার নাইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন নাথান কুল্টার নাইল। ভারতের বিপক্ষে একাদশে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত তাঁর জন্য। তবে পরবর্তী ম্যাচ দলে জায়গা না পেলেও অবাক হবেন না নাথান।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দাঁড় করাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নাথান। ১৪৭ রানে ছয় উইকেট হারানো অজিদের হাল ধরতে এবং উইকেটে জমে যাওয়া স্টিভ স্মিথকে সঙ্গ দিতে একজন ব্যাটসম্যানের প্রয়োজন ছিল। ব্যাট হাতে নামেন নাথান, যিনি অজি দলের ফ্রন্ট লাইন পেসার।

শুধু স্মিথকে সঙ্গই দেননি নাথান, খেলেছেন রেকর্ড গড়া ইনিংস। বিশ্বকাপে আট নম্বরে নেমে ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলা একমাত্র ব্যাটসম্যান তিনি। তবুও ভারতের বিপক্ষে দলে নিজের জায়গা নিশ্চিত ভাবছেন না নাথান। কেননা অস্ট্রেলিয়ার হয়ে দুই ম্যাচ খেলা এই পেসার এখন অবধি কোন উইকেটের দেখা পাননি।
'বেঞ্চে আমাদের দুইজন বিশ্বমানের বোলার রয়েছে। আমাকে রান করার জন্য দলে রাখা হয়নি। আশাকরি টপ অর্ডার ব্যাটসম্যানরা সেই কাজটি করবে। তাই আমি অবাক হব না যদি আমাকে পরবর্তী ম্যাচ থেকে বাদ দেয়া হয়। আমি দলে আছি উইকেট নেয়ার জন্য।'
রবিবার বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং ভারত। ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল।