promotional_ad

বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কার্ডিফে জেসন রয়ের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করে জেসন রয়ের ১৫৩ রানের ইনিংসের অবদানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট ৩৮৬ রানের পুঁজি পেয়েছে ইংলিশরা।


বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে টস ভাগ্য বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজার পক্ষেই গিয়েছিল। তাঁর আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইংল্যান্ড। একপ্রান্তে জনি বেয়ারস্টো দেখে শুনে খেললেও শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন আরেক ওপেনার জেসন রয়।


এই দুজনের ব্যাটে ১৫ ওভারের মধ্যে দলীয় ১০০ পার করে ইংলিশরা। ফিফটি তুলে নেন দুজনই। বেয়াস্টো অবশ্য ফিফটির পর ইনিংস বেশীদূর নিতে পারেন নি। অধিনায়ক মাশরাফির করা স্লোয়ার বলে কভার অঞ্চলে মিরাজের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। ৫১ রান আসে তাঁর ব্যাট থেকে।



promotional_ad

বেয়ারস্টো ফিরে গেলেও বাংলাদেশের বোলারদের কোন প্রকার সুযোগই দেন নি জেসন রয়। দারুণ ব্যাটিং করে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতক। রুটের সঙ্গে জুটি বেঁধে দলকে ২০০ রানের পুঁজি এনে দেন তিনি।


কিন্তু দলীয় ২০০ পার হওয়ার পর সাইফুদ্দিনের স্লোয়ার বলে ইনসাইড এজে ২১ রানে বোল্ড হয়ে ফেরেন রুট। এরপর বাটলারের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর বাড়াতে থাকেন রয়। ইনিংসের ৩৫তম ওভারে মেহেদি হাসান মিরাজকে এক ওভারে টানা ৩ বলে ৩ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ১৫০ পূরণ করেন এই ওপেনার।


এরপরের বলে ফের উড়িয়ে মারতে গিয়ে মাশরাফি বিন মর্তুজার হাতে ১৫৩ রানে ধরা পড়েন তিনি। ৩ উইকেট হারালেও ইয়ন মরগানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের উপর তান্ডব চালান উইকেটরক্ষক জস বাটলার।


৩৩ বলে ফিফটি তুলে নিয়ে দলকে ৩০০'র পুঁজি এনে দেন তিনি। দলীয় ৩৩০ রানে সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ৬৪ রান। খানিক পর মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মরগান বিদায় নেন ৩৫ রানে।



পরের ওভারে বেন স্টোকসকে বিদায় করে নিজের প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত নিচের সারির ব্যাটসম্যানদের অবদানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৪ রানের পুঁজি পায় ইংলিশরা। ক্রিস ওকস ১৮ এবং লিয়াম প্লাঙ্কেট ২৭ রানে অপরাজিত থাকেন।


সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ড ৩৮৪/৬ (৫০ ওভার) (রয় ১৫৩) (মিরাজ ২/৬৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball