অস্ট্রেলিয়া-বাংলাদেশকে হারাবে পাকিস্তান!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপকে ঘিরে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে ভবিষ্যতবাণী করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর মতে, এবার বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মতো দলকে হারাবে পাকিস্তান। তবে পাকিস্তানকে সেমিফাইনালের লিস্টে রাখেন নি তিনি।


বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয় নি পাকিস্তান দলের। নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১০৫ রানে গুঁটিয়ে যায় সরফরাজ আহমেদের দল। ৭ উইকেটের বড় পরাজয় দিয়ে আসর শুরু করলেও এবারের বিশ্বকাপে মোট ৫টি ম্যাচ জিতবে বলে দাবি ম্যাককালামের।


promotional_ad

সম্প্রতি সময়ে পাকিস্তান দলের পারফর্মেন্স তেমন আশানুরূপ নয়। টানা ১১ ওয়ানডে হেরে আত্মবিশ্বাসর দিক দিয়ে ঘাটতি রয়েছে পাকিস্তান শিবিরে। এমন অবস্থায় ম্যাককালামের দাবি বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পাবে পাকিস্তান।


পাকিস্তান ৫ ম্যাচ জিতলেও বাংলাদেশকে মাত্র ১টি ম্যাচে জয়ী দল হিসেবে দেখছেন এই কিউই। তাঁর মতে, তামিম-সাকিবরা এবার শুধুমাত্র শ্রীলংকার বিপক্ষে জয় পাবে।


বিশ্বকাপের সেমিফাইনাল হওয়ার দৌড়ে ইংল্যান্ড, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছেন তিনি। তাঁর মতে, ভারত এবং ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপপর্বে ৮টি ম্যাচে জয়ী হবে। 


এমনকি ভারত-পাকিস্তানের ম্যাচে ভারতের পক্ষ নিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া অস্ট্রেলিয়া ৬টি ম্যাচে জিতবে। বাংলাদেশের মত শ্রীলংকাও ১টি ম্যাচ জিতবে বলে মনে করছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball