ইনজুরিতে হার্দিক, বাংলাদেশের ম্যাচের আগে দুশ্চিন্তায় ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে প্রস্ত??তি ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যে কারণে এই ম্যাচে হার্দিককে বেঞ্চে রেখেই মাঠে নামতে পারে ভারত।
ইনজুরি অবশ্য গুরুতর নয়। কিন্তু টিম ম্যানেজম্যান্ট তাঁকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাইবেন না অধিনায়ক কোহলি। তাই বাংলাদেশের সাথে তাঁর খেলা এখনো নিশ্চিত নয়।

ম্যাচের আগে অনুশীলনের সময় থ্রো ডাউনের সাহায্যে অনুশীলন করছিলেন হার্দিক। সেই সময়েই হাতে আঘাত পান এই অলরাউন্ডার।
চোট পাওয়ার পর আর অনুশীলনে করেন নি তিনি। যদিও টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, হার্দিকের ইনজুরি গুরুতর নয়।
হার্দিক ছাড়াও ছোট বড় আরও ইনজুরি সমস্যা রয়েছে ভারতীয় দলে। আরেক অলরাউন্ডার বিজয় শঙ্কর হাতের ইনজুরি থেকে সেরে উঠলেও বাংলাদেশের বিপক্ষে খেলবেন কিনা নিশ্চিত নয়।
এছাড়া কেদার যাদব এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেন নি। শোনা যাচ্ছে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও কেদারের সার্ভিস পাবেন না অধিনায়ক কোহলি।
এমন অবস্থায় দল সাজাতে বাড়তি ভাবনায় পড়তে হচ্ছে ভারতকে। মঙ্গলবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত এবং বাংলাদেশ।