promotional_ad

আইয়ারের আইপিএল সেরা ইনিংসে জয়ে শুরু পাঞ্জাবের

৪২ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার, বিসিসিআই
আর্শদীপ সিংয়ের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে খেলতে চেয়েছিলেন সাই সুদর্শন। টাইমিং ভালো হলেও সীমানার কাছে থাকা শশাঙ্ক সিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার। সুদর্শন যখন ফেরেন ম্যাচ জিততে তখনও গুজরাট টাইটান্সের প্রয়োজন ৪৫ বলে ৯৯ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমেই ঝড় তোলেন শেরফান রাদারফোর্ড।

promotional_ad

প্রথম পাঁচ বলে ১৭ রান করলেও পরবর্তীতে একই ধাঁচে রান তুলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। আউট হয়েছিলেন ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে। সুদর্শনের পর জস বাটলারও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। তবে ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় করতে নেমে ২৩২ রানের বেশি করতে পারেনি গুজরাট। আইপিএলে প্রথম ম্যাচেই ঘরের মাঠে হারতে হয়েছে তাদেরকে। ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে পাঞ্জাব কিংসের ১১ রানের জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। পাঞ্জাবের অধিনায়ক হিসেবে শুরুটাও জয়ে হলো ডানহাতি ব্যাটারের।


আরো পড়ুন

‘আমার সেঞ্চুরি নিয়ে ভেবো না’, শেষ ওভারে শশাঙ্ককে বলেছিলেন আইয়ার

১ ঘন্টা আগে
বিসিসিআই

আহমেদাবাদে জয়ের জন্য ২৪৩ রান তাড়ায় প্রথম তিন ওভারে সুবিধা করতে পারেননি সুদর্শন ও শুভমান গিল। তবে পরবর্তীতে দুজনই জড়তা কাটিয়ে খেলতে থাকেন। বিশেষ করে গিল ছিলেন বেশি আক্রমণাত্বক। যদিও পাওয়ার প্লে শেষের আগেই ফিরতে হয় তাকে। গ্লেন ম্যাক্সওয়েলের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ‍উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন গিল। শুরুতে একটু দ্বিধায় থাকলেও ক্যাচ নিয়েছেন প্রিয়াংশু। 


গুজরাটের অধিনায়ককে ফিরতে হয় ১৪ বলে ৩৩ রানের ইনিংস খেলে। গিল ফেরার পর জুটি গড়ে তোলেন সুদর্শন ও বাটলার। সাবলীল ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সুদর্শন। অফ স্পিনার ম্যাক্সওয়েলের করা ১১তম ওভারে জীবন পেয়েছেন তারা দুজনই। জীবন পেয়েই আক্রমণাত্বক হয়ে উঠেন। যুবেন্দ্র চাহালরা যখন উইকেটে এনে দিতে পারছিলেন না তখন আর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দিয়ে জুটি ভাঙেন আইয়ার।


আর্শদীপের লেগ স্টাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শশাঙ্ক সিংকে ক্যাচ দিয়েছেন ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলা সুদর্শন। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও পরবর্তীতে দ্রুত রান তুলতে পারেননি রাদারফোর্ড। তিনে নামলেও খুব বেশি বল খেলার সুযোগ না পাওয়া বাটলার ৩১ বলে হাফ সেঞ্চুরি করেছেন মার্কো জানসেনকে চার মেরে। 



promotional_ad

যদিও একই ওভারের শেষ বলে আউট হয়েছেন বাটলার। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ৫৪ রানের ইনিংস খেলা ডানহাতি উইকেটকিপার ব্যাটার। শেষ দুই ওভারে ৪৪ রানের প্রয়োজন হলে গুজরাট করতে পেরেছে ৩৩ রান। শেষ পর্যন্ত ১১ রানে হারতে হয়েছে তাদেরকে। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নিয়েছেন আর্শদীপ।


আরো পড়ুন

যেকোনো মূল্যে শ্রেয়াসকে পাঞ্জাবে চেয়েছিলেন পন্টিং

১৯ মার্চ ২৫
পাঞ্জাবের অনুশীলনে রিকি পন্টিং (বামে) ও শ্রেয়াস আইয়ার (ডানে), ফাইল ফটো

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে খানিকটা ধুঁকছিলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরান সিং ও প্রিয়াংশু আর্শ। ইনিংসের চতুর্থ ওভারেই ভেঙেছে তাদের দুজনের ২৮ রানের উদ্বোধনী জুটি। উইকেটকিপার ব্যাটার প্রভসিমরান ৫ রানে ফিরেছেন কাগিসো রাবাদার বলে। দ্বিতীয় উইকেট জুটিতে প্রিয়াংশুর সঙ্গে যোগ দেন আইয়ার। তারা দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে ৭৩ রান তোলে পাঞ্জাব। দারুণ ব্যাটিং করলেও পাওয়ার প্লে শেষেই ফিরেছেন প্রিয়াংশু।


নিজের প্রথম ওভারেই ৭ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলা প্রিয়াংশুর উইকেট নিয়েছেন রশিদ। চারে নেমে সুবিধা করতে পারেননি ওমরজাই। আফগানিস্তানের অলরাউন্ডার আরশাদ খানকে ক্যাচ দিয়েছেন সাই কিশোরের বলে। আউট হয়েছেন ১৫ বলে ১৬ রান করে। নিজের প্রথম বলেই ফিরে গেছেন ম্যাক্সওয়েল। বাঁহাতি স্পিনারের কিশোরের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। 


যদিও টিভি রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে বেঁচে যেতেন ম্যাক্সওয়েল। তবে মাত্র ২৭ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন আইয়ার। দারুণ ব্যাটিং করতে থাকা পাঞ্জাব অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি স্টইনিস। কিশোরের অফ স্টাম্পের বলে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে থাকা আরশাদকে ক্যাচ দিয়েছেন ২০ রানে। ব্যাট হাতে ঝড় তুলে সেঞ্চুরির পথেই ছিলেন আইয়ার। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি ডানহাতি ব্যাটারের। শেষের তিন ওভারে মাত্র চারটি বল খেলতে পেরেছিলেন তিনি। 



মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে স্ট্রাইকেই যেতে পারেননি আইয়ার। সেই ওভার থেকে ২৩ রান এনেছেন শশাঙ্ক সিং। ঝড় তুলে ৬ চার ও ২ ছক্কায় মাত্র ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর শেষ ওভারে স্ট্রাইক না পাওয়া আইয়ার ৯ ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আইপিএলে এটিই আইয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। তাদের ব্যাটেই ২৪৩ রানের পুঁজি পায় পাঞ্জাব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball