সাকিবকে রোডসের চ্যালেঞ্জ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সদ্য ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়া সাকিব আল হাসানকে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলের কোচ স্টিভ রোডস। ইনজুরির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজে মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডারের কিছু বিষয় প্রমাণ করার আছে বলে বিশ্বাস তাঁর।
আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ইনজুরি থেকে ফিরে ব্যাট হাতে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন সাকিব। বল হাতেও ছিলেন উজ্জ্বল। সব মিলিয়ে পারফর্মেন্স দিয়েই হারানো স্থান পুনরুদ্ধার করেছেন তিনি। কিন্তু ফাইনালের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় খেলতে পারেন নি তিনি।

এমনকি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও তাঁকে বিশ্রাম দেয়ার কথা ভেবেছিল টিম ম্যানেজম্যান্ট। যেকারণে বিশ্বকাপের শুরু থেকেই তাঁকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে হেড কোচ স্টিভ রোডস সব সংশয় দূর করে জানিয়েছেন, বিশ্বকাপে পাওয়া যাবে ফিট সাকিবকেই।
'মনে হচ্ছিল সবাই সাকিবকে ভুলে গেছে কিন্তু সে আবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে ফিরেছে ওয়ানডেতে। আমার বিশ্বাস তাঁর নিজেরও কিছু বিষয় প্রমাণ করার আছে।
'সে এখন ঠিক আছে। শারীরিক দিক দিয়ে খুব ভালো অবস্থানে আছে সে। আয়ারল্যান্ডে ইনজুরি সমস্যা হলেও সেই বাঁধা পার করে পারফর্ম করতে মুখিয়ে আছে।
এতো বড় একটা টুর্নামেন্টে ভালো কিছু করে দেখানোর অপেক্ষায় আছে সে। আমার মনে হয় তাঁর নিজেকে প্রমাণ করার আছে। সে নিজেও হয়তো এমন চিন্তাধারা নিয়ে এগুচ্ছে', রোডসের ভাষায়।