promotional_ad

স্মিথ-ওয়ার্নার অন্যান্য দলের জন্য অশুভ সংকেতঃ স্টিভ ওয়াহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বল টেম্পারিং কাণ্ডে দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতাবেন তাঁরা। অজি দলে স্মিথ-ওয়ার্নারের ফিরে আসা বিশ্বকাপে অন্যান্য দলের জন্য অশুভ সংকত, মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।


তাঁদের দুইজনের অবর্তমানে অস্ট্রেলিয়া দল খেই হারিয়ে ফেলেছিল। গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল দলটি। ২০১৮ সালে খেলা ১৮ ওয়ানডের মধ্যে মাত্র তিনটিতে জিতেছিল তারা। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে স্বরূপে ফিরেছে অজিরা। শেষ আট ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।


promotional_ad

তাদের শক্তি দিগুণ করতে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলে ফিরেছেন স্মিথ এবং ওয়ার্নার। ব্যাট হাতে দুইজনেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। আইপিএলে ১২ ইনিংসে ৬৯২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচে ৮৯ এবং ৯১ রানের দুইটি অপরাজিত ইনিংস খেলেছেন স্মিথ। বিশ্বকাপে অস্ট্রেলিয়া অন্যান্য দলের জন্য বাধা হবে, হুমকি দিয়েছেন স্টিভ ওয়াহ।


'অস্ট্রেলিয়া দলের সামর্থ্য সম্পর্কে তারা (অন্য দল) অবগত। গত ১২ মাসে অস্ট্রেলিয়ান ক্রিকেটে অশান্তি বিরাজ করছিল কিন্তু এখন সেটা দূর হয়েছে। আমাদের সেরা খেলোয়াড় স্মিথ-ওয়ার্নারকে আমরা দলে নিয়েছি। এটা অন্যান্য দলের জন্য অশুভ সংকেত।'


ইংল্যান্ড বিশ্বকাপে ফেভারিট দল নয় অজিরা। তবে তাদের সামর্থ্যে বিশ্বাস রয়েছে অন্যান্য দলের এবং এতে ভিতও তারা। অস্ট্রেলিয়ার হয়ে ৩২৫ ওয়ানডে খেলা ওয়াহ বলেন,


'এবারের টুর্নামেন্টে সম্ভবত অস্ট্রেলিয়া ফেভারিট নয়। কিন্তু তারা এমন একটি দল যাদের ভয় পেতে বাধ্য অন্যান্যরা। তারা যে কোন কিছু করার সামর্থ্য রাখে। তাই আমি মনে করি অস্ট্রেলিয়া টুর্নামেন্টে অনেক দূর যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball