promotional_ad

বিগ ব্যাশকে ডি ভিলিয়ার্সের 'না'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিগ ব্যাশের মৌসুমে অংশ নিবেন না দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।


তবে ঠিক কি কারণে তিনি খেলবেন না বা নাম সরিয়ে নিতে আগ্রহী সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায় নি এখন পর্যন্ত। গুঞ্জন রয়েছে, পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।



promotional_ad

চলতি বছরের শুরুতে বিগ ব্যাশের ২০১৯-২০ মৌসুমের জন্য এবি'র আগ্রহের কথা জানান তাঁর ম্যানেজার। যে কারণে তাঁকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছিলো বিগ ব্যাশের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।


ডি ভিলিয়ার্সকে দলে ভেড়াতে সিডনি সিক্সার্স, সিডনি থান্ডার এবং ব্রিসবেন হিটের মধ্যে চলছিল লড়াই। কিন্তু প্রোটিয়া এই তারকা অনিচ্ছা প্রকাশ করায় এখন ভিন্ন পরিকল্পনা সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। এদিকে আসন্ন মৌসুমের জন্য নতুন নিয়ম করেছে টুর্নামেন্টটির পরিচালনা কর্তৃপক্ষ।


এখন থেকে ছয়জন বিদেশির সাথে চুক্তি করতে পারবে যে কোন দল।  গত কয়েক বছর ধরে একাদশের পাশাপাশি ১৮ জনের স্কোয়াডেও মাত্র দুইজন বিদেশিকে নেয়ার নিয়ম ছিল বিগ ব্যাশে।



কিন্তু এবার ছয় জনের সাথে চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে তারা। তবে দলের সাথে পূর্বের ন্যায় দুইজন করেই বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন। প্রয়োজনে তাঁদের মধ্যে রদবদল করতে পারবে দলগুলো।


কিন্তু স্কোয়াডের সাথে দুইজনের বেশি বিদেশি ক্রিকেটারের নিয়ম এখনও বহাল রেখেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। ২০১৮-১৯ মৌসুমের পর এই সিদ্ধান্তে এসেছে বিগ ব্যাশের টেকনিক্যাল কমিটি। এই নিয়মটি বিগ ব্যাশে তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে সহায়তা করবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball